রামমন্দির তৈরি না করলে ২০১৯-এ বিজেপি ফিনিশ, সতর্কবার্তা শিবসেনার

Last Updated:
#নয়াদিল্লি: রামমন্দির ইস্যুতে ফের প্রকট হল শিবসেনা-বিজেপি সম্পর্কের ফাটল ৷ শিবসেনার প্রকাশিত সংবাদপত্র ‘সামনা’-র সম্পাদকীয়তে বিজেপির উপর তোপ দাগলেন শিবসেনা প্রধান উদ্বব ঠাকরে ৷
শিবসেনার সম্পাদকীয়তে লেখা রয়েছে, যত শীঘ্র সম্ভব সুপ্রিম কোর্টে চলা মামলার নিষ্পত্তি ঘটিয়ে রামমন্দির তৈরি করার উদ্যোগ নিক বিজেপি ৷ নয়তো আসন্ন লোকসভা নির্বাচনে ধোঁপে টিঁকবে না তারা ৷ সম্পাদকীয়তে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে লিখেছেন, ‘যত জলদি সম্ভব রাম মন্দির তৈরি করুক বিজেপি ৷ নয়তো লোকসভা নির্বাচনে রাম নাম সত্য-র জন্য তৈরি থাকুক দল ৷’
advertisement
সম্পাদকীয়তে তিনি লিখেছেন, বাবরি মসজিদ ধ্বংসের পিছনে দায়ী ছিলেন আগ্রাসী মনোভাবাসম্পন্ন চরম হিন্দুত্ববাদীবাদীরা ৷ এমনকী, সেই ঘটনার দায় স্বীকার করে নিয়েছিলেন বালা সাহেব ঠাকরেও ৷ তাহলে বিজেপি সরকার এখন কেন্দ্রতে থাকা স্বত্ত্বেও রাম মন্দির তৈরিতে এত ঢিলেমি কেন ? প্রশ্ন তুললেন শিবসেনা প্রধান ৷
advertisement
advertisement
দেশের শাসন ক্ষমতায় আসার আগে রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার ৷ কিন্তু সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ মোদি সরকার ৷ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জেতার সময়ই রাম মন্দির তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছেন রাম মন্দির তৈরির কথা ৷ তবে, লোকসভা নির্বাচনের আসতে এখনও বেশ কয়েক মাস বাকি রয়েছেন ৷ কেন্দ্রে নিজেদের ক্ষমতা ধরে রাখতে এখনই রামমন্দির তৈরি করা শুরু করুক কেন্দ্র ৷ ‘সামনা’-র সম্পাদকীয়তে বিজেপিকে এভাবেই কটাক্ষ করলেন শিবসেনা প্রধান উদ্বব ঠাকরে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রামমন্দির তৈরি না করলে ২০১৯-এ বিজেপি ফিনিশ, সতর্কবার্তা শিবসেনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement