লোকসভা নির্বাচনে একাই লড়বে শিবসেনা: উদ্ধব ঠাকরে

Last Updated:

বাকি মাত্র একদিন ৷ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের তোড়জোড় প্রায় শেষ ৷ আগামিকালই মুম্বই উড়ে যাওয়ার কথা ছিল বিজেপি সভাপতি অমিত শাহের ৷

#নয়াদিল্লি: বাকি মাত্র একদিন ৷ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের তোড়জোড় প্রায় শেষ ৷ আগামিকালই মুম্বই উড়ে যাওয়ার কথা ছিল বিজেপি সভাপতি অমিত শাহের ৷ কিন্তু তার আগেই ছন্দপতন ! বুধবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির সঙ্গে পুনরায় গাঁটছড়া বাঁধার সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ বুধবার সাংবাদিক করে একথা সাফ জানিয়ে দেন তিনি ৷ বলেন, মোদি-শাহের সঙ্গে এখনই রাজনৈতিক সমঝতায় যেতে চান না তিনি ৷
আসন্ন লোকসভা নির্বাচনের আগে আবারও বেকায়দায় বিজেপি ৷ একদিকে এককাট্টা বিরোধীদের সামলাতে হিমশিম খাচ্ছে বিজেপি ৷ একের পর এক লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ৷ এদিকে, পুরোনো শরিক দল গুলিও একে একে বেঁকে বসছে ৷ এই জটিলতার মাঝেই শরিক দল শিবসেনার সঙ্গে সম্পর্ক পুনরায় ঠিক করার চেষ্টা করছিল বিজেপি ৷ পুরোনো শরিক দল শিবসেনাকে নিজের কাছে রাখতে হবে ৷ প্রধানমন্ত্রী এমন নির্দেশ পেতেই নড়েচড়ে বসে বিজেপির শীর্ষ নেতৃত্বরা ৷ এরপরই তড়িঘড়ি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই বৈঠককে কেন্দ্র করেই জাতীয় রাজনীতিতে উত্তেজনার পারদ চলছিল ৷ কিন্তু তার আগেই সমস্ত জল্পনার ইতি টানলেন উদ্ধব ঠাকরে ৷
advertisement
তবে, এই প্রথম নয় ৷ এর আগেও শিবসেনা তাদের দলীয় মুখপাত্র ‘সামনা’-তে প্রধানমন্ত্রী এবং বিজেপি সভাপতি অমিত শাহকে একহাত নেন উদ্ধব ঠাকরে ৷ পত্রিকায় তিনি লেখেন, দেশের সাধারণ মানুষ একের পর এক অভিযোগ আনছে কেন্দ্রের বিরুদ্ধে ৷ তেলের দাম বৃদ্ধি, আন্দোলনে নামছেন কৃষকরা ৷ কিন্তু এরপরও সেভাবে কোনও পদক্ষেপ গ্রহণ করছেন না প্রধানমন্ত্রী ৷ এহেন অবস্থায় কীভাবে লোকসভা নির্বাচনে ৩৫০টি আসনে জিতবে বিজেপি ? সেই নিয়েই কেন্দ্রকে কটাক্ষ করেন উদ্ধব ঠাকরে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লোকসভা নির্বাচনে একাই লড়বে শিবসেনা: উদ্ধব ঠাকরে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement