কমবে কি পেট্রোপণ্যের দাম? মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বৈঠক
Last Updated:
পেট্রোপণ্য অগ্নিমূল্যের ফলে পাল্লা দিয়ে চড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী৷ আজ বেলা ১টায় খাদ্যভবনে হবে এই বিশেষ বৈঠক৷
#কলকাতা: পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে হুহু করে৷ পেট্রোপণ্য অগ্নিমূল্যের ফলে পাল্লা দিয়ে চড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী৷ আজ বেলা ১টায় খাদ্যভবনে হবে এই বিশেষ বৈঠক৷ কৃষি বিপণন দফতরের উদ্যোগে এই বৈঠকে কোন সমাধান সূত্র মেলে কিনা, সেটাই দেখার৷ কোন মন্ত্রবলে বাজারের চড়া দামে লাগাম টানতে পারে সরকার, সেই অপেক্ষায় আম বাঙালি৷
গতকালই রাজ্যের ট্রাক ও বাস মালিক সংগঠেনের বৈঠক লাগাতার ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৮জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের পথে হাটতে চলেছে ট্রাক মালিক সংগঠন৷ বাস ভাড়া বৃদ্ধির দাবিও উঠছে বৈঠক থেকে৷ ২৯তারিখ শহরে মিছিলের ডাক দিয়েছে বাস মালিক সংগঠন৷ পেট্রোল, ডিজেলের দামে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কর হঠানোর দাবি জানিয়েছে তারা৷
advertisement
advertisement
অন্যদিকে এইভাবে অনিয়ন্ত্রিত দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূলও৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2018 8:57 AM IST