৭ বছর মানুষের সেবায় মা-মাটি-মানুষের সরকার, টুইট মমতার
Last Updated:
আজ ৭বছরে পা দিল তৃণমূল সরকার৷ সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূল নেত্রী৷ সাধারণের সেবায় তাঁর দল দৃঢ় প্রতিজ্ঞ৷ মানুষের সেবাই তৃণমূলের লক্ষ্য৷ জনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: ৩৪বছরের বাম সরকারের পতন ঘটিয়ে, ২০১১ বাংলার জমি দখল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস৷ দীর্ঘদিনের লড়াইয়ের ফলে আসে এই জয়৷ মা-মাটি-মানুষকে এই জয় উৎসর্গ করেন তৃণমূল নেত্রী৷ সেই থেকে শুরু৷ আজ ৭বছরে পা দিল তৃণমূল সরকার৷ সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূল নেত্রী৷ সাধারণের সেবায় তাঁর দল দৃঢ় প্রতিজ্ঞ৷ মানুষের সেবাই তৃণমূলের লক্ষ্য৷ জনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
৭বছরের উদযাপনে দলের নেত্রী টুইট করে একদিকে দিলেন কৃতজ্ঞতার বার্তা, অন্যদিকে দলের নেতা নেত্রীদের কাছেও আবারও স্পষ্ট করলেন মানুষের স্বার্থে কাজ করতে হবে সবাইকে৷
advertisement
advertisement
২০১১-র পর ২০১৬র বিধানসভা নির্বাচনেও বিপুল জনামতে বাংলার আসন দ্বিতীয়বারের জন্য দখল করেছে তৃণমূল কংগ্রেস৷ এবারের পঞ্চায়েত নির্বাচনেও কার্যত বিরোধী শূন্য বিভিন্ন জেলা পরিষদ৷ এবার লোকসভাতেও সবকটিআসন পাওয়ার লক্ষ্যের পাশাপাশি দিল্লির দিকে নজর দিতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়৷
৭ বছর পূর্ণ করল মা-মাটি-মানুষের সরকার pic.twitter.com/XQxuEFguNs
— Mamata Banerjee (@MamataOfficial) May 27, 2018
advertisement
Location :
First Published :
May 27, 2018 5:26 PM IST