8 বছরে কেমন হল কাজ? জনতার মার্কশিট চান খোদ নরেন্দ্র মোদি

Last Updated:

৪বছরের নরেন্দ্র মোদি জমনায়, তাঁর সরকার কতটা কাজ করল, প্রতিশ্রুতিপালনে কতটা সফল হল, সবটাই নামো অ্যাপে ফিডব্যাক দিতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী৷

#নয়াদিল্লি: জনতার সঙ্গে সরাসরি যোগাযোগে তিনি বিশ্বাসী৷ তাই তাঁর ৪বছরের কাজের খতিয়ান তিনি নিজে দিচ্ছেন না৷ চাইছেন জনতাই তার বিচার করুক৷ ৪বছরের নরেন্দ্র মোদি জমনায়, তাঁর সরকার কতটা কাজ করল, প্রতিশ্রুতিপালনে কতটা সফল হল, সবটাই নামো অ্যাপে ফিডব্যাক দিতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী৷
তিনি টেক স্যাভি৷ টুইটার, ফেসবুকের মত সোস্যাল মিডিয়ায় তিনি জনসংযোগ আগেই তৈরি করেছেন৷ তারপর তিনি বাজারে এনেছেন তাঁর নামের অ্যাপ৷ এবার সেই নামো অ্যাপের মাধ্যমেই তিনি চাইছেন জনতা মার্ক্স দিক তাঁর ৪বছরের কাজকে৷ শুধু তাঁর কাজই নয়, তাঁর দলের সাংসদ ও বিধায়করাও কেমন কাজ করেছেন, জানানোর সুযোগ থাকছে সাধারণ মানুষের৷ কেন্দ্র এবং রাজ্যস্তরে চলবে এই সার্ভে৷ যেখানে সাধারণ নাগরিক বেছে নিতে পারবেন ৩জন জনপ্রিয় বিজেপি নেতাকে যাঁদের সবসময়ই পাশে পাওয়া যায়৷
advertisement
advertisement
এর আগে নোট বন্দির সময়ও জনতার মতামত জানতে নামো অ্যাপকে ব্যবহার করেছিলেন প্রধানমন্ত্রী৷ মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে সমীক্ষা চলেছিল৷ ২০১৯-এর আগে তাঁর মিত্রো-রা তাঁকে এবং তাঁর সরকারকে কতটা পয়েন্ট দেবে, সমীক্ষার মাধ্যমে সেই জনতা জনার্দনের মনোভাব বুঝে নিতে চাইছেন নরেন্দ্র মোদি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
8 বছরে কেমন হল কাজ? জনতার মার্কশিট চান খোদ নরেন্দ্র মোদি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement