8 বছরে কেমন হল কাজ? জনতার মার্কশিট চান খোদ নরেন্দ্র মোদি

Last Updated:

৪বছরের নরেন্দ্র মোদি জমনায়, তাঁর সরকার কতটা কাজ করল, প্রতিশ্রুতিপালনে কতটা সফল হল, সবটাই নামো অ্যাপে ফিডব্যাক দিতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী৷

#নয়াদিল্লি: জনতার সঙ্গে সরাসরি যোগাযোগে তিনি বিশ্বাসী৷ তাই তাঁর ৪বছরের কাজের খতিয়ান তিনি নিজে দিচ্ছেন না৷ চাইছেন জনতাই তার বিচার করুক৷ ৪বছরের নরেন্দ্র মোদি জমনায়, তাঁর সরকার কতটা কাজ করল, প্রতিশ্রুতিপালনে কতটা সফল হল, সবটাই নামো অ্যাপে ফিডব্যাক দিতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী৷
তিনি টেক স্যাভি৷ টুইটার, ফেসবুকের মত সোস্যাল মিডিয়ায় তিনি জনসংযোগ আগেই তৈরি করেছেন৷ তারপর তিনি বাজারে এনেছেন তাঁর নামের অ্যাপ৷ এবার সেই নামো অ্যাপের মাধ্যমেই তিনি চাইছেন জনতা মার্ক্স দিক তাঁর ৪বছরের কাজকে৷ শুধু তাঁর কাজই নয়, তাঁর দলের সাংসদ ও বিধায়করাও কেমন কাজ করেছেন, জানানোর সুযোগ থাকছে সাধারণ মানুষের৷ কেন্দ্র এবং রাজ্যস্তরে চলবে এই সার্ভে৷ যেখানে সাধারণ নাগরিক বেছে নিতে পারবেন ৩জন জনপ্রিয় বিজেপি নেতাকে যাঁদের সবসময়ই পাশে পাওয়া যায়৷
advertisement
advertisement
এর আগে নোট বন্দির সময়ও জনতার মতামত জানতে নামো অ্যাপকে ব্যবহার করেছিলেন প্রধানমন্ত্রী৷ মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে সমীক্ষা চলেছিল৷ ২০১৯-এর আগে তাঁর মিত্রো-রা তাঁকে এবং তাঁর সরকারকে কতটা পয়েন্ট দেবে, সমীক্ষার মাধ্যমে সেই জনতা জনার্দনের মনোভাব বুঝে নিতে চাইছেন নরেন্দ্র মোদি৷
বাংলা খবর/ খবর/দেশ/
8 বছরে কেমন হল কাজ? জনতার মার্কশিট চান খোদ নরেন্দ্র মোদি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement