লাগামহীন প্রেট্রোল-ডিজেলের দামেই আগুন লেগেছে শাকসবজি-মাছের বাজারে, নাজেহাল মধ্য়বিত্ত
Last Updated:
প্রতিদিন প্রেট্রোল-ডিজেলের মূল্য যে হারে বেড়েই চলেছে আর এই বাড়ন্ত পেট্রোপণ্যের মূল্যের সঙ্গে সঙ্গেই বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম থেকে শুরু করে কাঁচা আনাজ, মাছ-মাংসের দাম ৷
#কলকাতা: প্রতিদিন প্রেট্রোল-ডিজেলের মূল্য যে হারে বেড়েই চলেছে আর এই বাড়ন্ত পেট্রোপণ্যের মূল্যের সঙ্গে সঙ্গেই বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম থেকে শুরু করে কাঁচা আনাজ, মাছ-মাংসের দাম ৷
আরও পড়ুন : ফের মহার্ঘ পেট্রোপণ্য, গভীর চাপে মধ্যবিত্ত
কলকাতার সহ রাজ্যর বিভিন্ন বাজারে শাক-সবজি, মাছ, মাংসের দামে আগুন লেগেছে ৷ জ্য়োতি আলু কিলো প্রতি ২০ টাকা, চন্দ্রমুখী আলু কিলো প্রতি ২৩টাকা ৷ শাক-সবজির মধ্যে ঢ্যারশ কিলো প্রতি ২৫ টাকা, বেগুন ৪০ টাকা, টম্যাটো ৩০ টাকা, ঝিঙে ৩০ টাকা, ছোট ফুলকপি ২৫-৩০ টাকা ৷ তবে সব থেকে বেশি আগুন লেগেছে বিনসের দামে এক কিলো বিনস ৮০ টাকা ৷
advertisement
advertisement
আগুন লেগেছে মাছের বাজারেও গোটা রুই ২৮০ টাকা কেজি, চারাপোনা এক কেজি ১৩০-১৪০ টাকা, বড় কাতলা ৪০০ টাকা প্রতি কেজি ৷ মুরগির মাংসের বাজারেও আগুন গোটা মুরগি ১৮০ টাকা কিলো, কাটা মুরগির মাংস ২০০-২২০ টাকা প্রতি কেজি ৷
স্বভাবতই গভীর চাপে মধ্যবিত্ত ৷ পকেটের টানের সঙ্গে খাপ কাইয়ে উঠতেই কাটছাঁট চলছে দৈনন্দিন সংসার চালানোর বাজেটে ৷ ফলে মাসের শেষে রবিবারের মধ্যবিত্তের পাত সেজে উঠবে কী ভাবে এটাই এখন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্য়ে অন্য়তম এক প্রশ্ন ৷
advertisement
Location :
First Published :
May 27, 2018 9:48 AM IST