লাগামহীন প্রেট্রোল-ডিজেলের দামেই আগুন লেগেছে শাকসবজি-মাছের বাজারে, নাজেহাল মধ্য়বিত্ত

Last Updated:

প্রতিদিন প্রেট্রোল-ডিজেলের মূল্য যে হারে বেড়েই চলেছে আর এই বাড়ন্ত পেট্রোপণ্যের মূল্যের সঙ্গে সঙ্গেই বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম থেকে শুরু করে কাঁচা আনাজ, মাছ-মাংসের দাম ৷

#কলকাতা: প্রতিদিন প্রেট্রোল-ডিজেলের মূল্য যে হারে বেড়েই চলেছে আর এই বাড়ন্ত পেট্রোপণ্যের মূল্যের সঙ্গে সঙ্গেই বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম থেকে শুরু করে কাঁচা আনাজ, মাছ-মাংসের দাম ৷
কলকাতার সহ রাজ্যর বিভিন্ন বাজারে শাক-সবজি, মাছ, মাংসের দামে আগুন লেগেছে ৷ জ্য়োতি আলু কিলো প্রতি ২০ টাকা, চন্দ্রমুখী আলু কিলো প্রতি ২৩টাকা ৷ শাক-সবজির মধ্যে ঢ্যারশ কিলো প্রতি ২৫ টাকা, বেগুন ৪০ টাকা, টম্যাটো ৩০ টাকা, ঝিঙে ৩০ টাকা, ছোট ফুলকপি ২৫-৩০ টাকা ৷ তবে সব থেকে বেশি আগুন লেগেছে বিনসের দামে এক কিলো বিনস ৮০ টাকা ৷
advertisement
advertisement
আগুন লেগেছে মাছের বাজারেও গোটা রুই ২৮০ টাকা কেজি, চারাপোনা এক কেজি ১৩০-১৪০ টাকা, বড় কাতলা ৪০০ টাকা প্রতি কেজি ৷ মুরগির মাংসের বাজারেও আগুন গোটা মুরগি ১৮০ টাকা কিলো, কাটা মুরগির মাংস ২০০-২২০ টাকা প্রতি কেজি ৷
স্বভাবতই গভীর চাপে মধ্যবিত্ত ৷ পকেটের টানের সঙ্গে খাপ কাইয়ে উঠতেই কাটছাঁট চলছে দৈনন্দিন সংসার চালানোর বাজেটে ৷ ফলে মাসের শেষে রবিবারের মধ্যবিত্তের পাত সেজে উঠবে কী ভাবে এটাই এখন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্য়ে অন্য়তম এক প্রশ্ন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লাগামহীন প্রেট্রোল-ডিজেলের দামেই আগুন লেগেছে শাকসবজি-মাছের বাজারে, নাজেহাল মধ্য়বিত্ত
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement