কিছুক্ষণের মধ্যেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভবনা উত্তরবঙ্গে
Last Updated:
উত্তরবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির আগাম সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, মালদহ, আলিপুরদুয়ার, উত্তর-দক্ষিণ দিনাজপুর, কালিম্পং-ও ঝোড়ো হাওয়ায় সঙ্গে বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা ৷
#কলকাতা: উত্তরবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির আগাম সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, মালদহ, আলিপুরদুয়ার, উত্তর-দক্ষিণ দিনাজপুর, কালিম্পং-ও ঝোড়ো হাওয়ায় সঙ্গে বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা ৷
উত্তরবঙ্গের প্রশাসন সূত্রে সতর্কতা জারি করা হয়েছে ৷ সদা সতর্ক থেকে প্রয়োজনে যুদ্ধকালীন তৎপরতার নির্দেশ দিয়েছে ৷ বিগত বেশ কয়েকদিন ধরে উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় কালবৈশাখী কখনও জোড়া কালবৈশাখী কেড়েছে প্রাণ ৷ স্তদ্ধ করেছে জীবনের গতিপথ অবরুদ্ধ করেছে ৷
তবে একথাও ঠিক গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে কিছুটা স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ফের মহার্ঘ পেট্রোপণ্য, গভীর চাপে মধ্যবিত্ত
Location :
First Published :
May 27, 2018 9:04 AM IST