পুলিশকে লাগাতার অপমানের অভিযোগ! অনুব্রতকে নিয়ে প্রশ্ন উঠতেই ব্যাপক গণ্ডগোল! ভেস্তে গেল সাংবাদিক বৈঠক!

Last Updated:

অভিযোগ, গত এক বছর ধরে পুলিশের ওপর ক্রমাগত অপমান, কটূক্তি ও আক্রমণ চলছে। নবান্ন অভিযানের দিন বিরোধী দলনেতা নগরপালকে কটূক্তি করেছেন এবং প্রশান্ত সরদারের উপর হামলা হয়েছে—যার তীব্র নিন্দা জানিয়েছেন তাঁরা।

অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডল৷
কলকাতা ও রাজ্য পুলিশ আবাসিক মহিলা সংগঠনের আয়োজিত এক সাংবাদিক বৈঠক মঙ্গলবার তীব্র গণ্ডগোলে ভেস্তে যায়। ভবানী ভবন ও আলিপুর বডি গার্ড লাইনসের মহিলা সদস্যরা এই বৈঠকের আয়োজন করেছিলেন পুলিশের পরিবারকে নিয়ে নানা অভিযোগ ও প্রতিবাদ তুলে ধরতে।
সালমা সুলতানা, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ আবাসন সমিতির পক্ষ থেকে অভিযোগ করেন,
গত এক বছর ধরে পুলিশের ওপর ক্রমাগত অপমান, কটূক্তি ও আক্রমণ চলছে। নবান্ন অভিযানের দিন বিরোধী দলনেতা নগরপালকে কটূক্তি করেছেন এবং প্রশান্ত সরদারের উপর হামলা হয়েছে—যার তীব্র নিন্দা জানিয়েছেন তাঁরা।
advertisement
তিনি বলেন,

“আমরা এতদিন সহ্য করেছি, কিন্তু সহ্যের বাঁধ ভেঙে গেছে। বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।”

advertisement
সালমা সুলতানা আরও বলেন, অনুব্রত মণ্ডল এক সময় ক্ষমা চেয়েছিলেন এবং সেই ঘটনার প্রতিবাদে তাঁরা রবীন্দ্র সদনে অবস্থান করেছিলেন। তদন্ত চলছে এবং তার অগ্রগতিতে তাঁরা সন্তুষ্ট।
advertisement
অনুব্রত মণ্ডল প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তীব্র উত্তেজনা—পুলিশের পরিবারের সাংবাদিক বৈঠক গণ্ডগোলে ভেস্তে গেল, জাতীয় পতাকা অবমাননায় ক্ষোভ, দোষীদের কঠোর শাস্তির দাবি।
অনুব্রত মণ্ডল প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তীব্র উত্তেজনা—পুলিশের পরিবারের সাংবাদিক বৈঠক গণ্ডগোলে ভেস্তে গেল, জাতীয় পতাকা অবমাননায় ক্ষোভ, দোষীদের কঠোর শাস্তির দাবি।
advertisement
জাতীয় পতাকা অবমাননার ঘটনাতেও তীব্র ক্ষোভ প্রকাশ করে পুলিশের পরিবারের সদস্যরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
তবে অনুব্রত মণ্ডল প্রসঙ্গে প্রশ্ন উঠতেই সাংবাদিকদের সঙ্গে পুলিশের পরিবারের সদস্যদের তর্কাতর্কি চরমে ওঠে, ফলে প্রশ্নোত্তর পর্ব কার্যত ভেস্তে যায় এবং বৈঠক গণ্ডগোলে শেষ হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুলিশকে লাগাতার অপমানের অভিযোগ! অনুব্রতকে নিয়ে প্রশ্ন উঠতেই ব্যাপক গণ্ডগোল! ভেস্তে গেল সাংবাদিক বৈঠক!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement