একের পর এক নেতা খুন! 'আইন-শৃঙ্খলার ভার কি শুধু ওসিদের উপর?' গর্জে উঠলেন মমতা!
- Published by:Tias Banerjee
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, খুনের মতো বড় অপরাধ ঠেকাতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। আইসি-ওসিদের পাশাপাশি এসপি ও সিপিদেরও সরাসরি তদারকি করতে হবে।
কলকাতা: রাজ্যে একের পর এক খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত কয়েক দিনে তিনটি খুনের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট বার্তা দেন—শুধুমাত্র থানার আইসি বা ওসিদের ওপর আইন-শৃঙ্খলার ভার ছেড়ে দিলে চলবে না, জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদেরও দায়িত্ব নিতে হবে।
মঙ্গলবার দুপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে মুখ্যসচিবের ডাকা জেলাশাসকদের বৈঠকে হঠাৎই যোগ দেন মুখ্যমন্ত্রী। প্রায় আধঘণ্টা ধরে বৈঠকে থেকে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রকল্পের প্রচার এবং মানুষের সুবিধা নিশ্চিত করার জন্য একাধিক নির্দেশ দেন।
advertisement
advertisement
আইন-শৃঙ্খলায় নজরদারি
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, খুনের মতো বড় অপরাধ ঠেকাতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। আইসি-ওসিদের পাশাপাশি এসপি ও সিপিদেরও সরাসরি তদারকি করতে হবে।
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে জোর
তিনি নির্দেশ দেন—
advertisement
পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা
মুখ্যমন্ত্রী জানান, বহু পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরছেন। তাদের জন্য জেলা প্রশাসনকে বিশেষ উদ্যোগ নিতে হবে—
advertisement
তিনি বিডিওদেরও সরাসরি দায়িত্ব দেওয়ার কথা বলেন। বৈঠকে উপস্থিত জেলাশাসক, এসপি ও সিপিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা—মানুষের সমস্যার সমাধান দ্রুত ও কার্যকরভাবে করতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 4:31 PM IST