একের পর এক নেতা খুন! 'আইন-শৃঙ্খলার ভার কি শুধু ওসিদের উপর?' গর্জে উঠলেন মমতা!

Last Updated:

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, খুনের মতো বড় অপরাধ ঠেকাতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। আইসি-ওসিদের পাশাপাশি এসপি ও সিপিদেরও সরাসরি তদারকি করতে হবে।

একাধিক খুনের ঘটনায় ক্ষোভ মুখ্যমন্ত্রীর, জেলাশাসক–এসপি–সিপিদের কড়া নির্দেশ
একাধিক খুনের ঘটনায় ক্ষোভ মুখ্যমন্ত্রীর, জেলাশাসক–এসপি–সিপিদের কড়া নির্দেশ
কলকাতা: রাজ্যে একের পর এক খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত কয়েক দিনে তিনটি খুনের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট বার্তা দেন—শুধুমাত্র থানার আইসি বা ওসিদের ওপর আইন-শৃঙ্খলার ভার ছেড়ে দিলে চলবে না, জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদেরও দায়িত্ব নিতে হবে।
মঙ্গলবার দুপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প নিয়ে মুখ্যসচিবের ডাকা জেলাশাসকদের বৈঠকে হঠাৎই যোগ দেন মুখ্যমন্ত্রী। প্রায় আধঘণ্টা ধরে বৈঠকে থেকে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রকল্পের প্রচার এবং মানুষের সুবিধা নিশ্চিত করার জন্য একাধিক নির্দেশ দেন।
advertisement
advertisement
আইন-শৃঙ্খলায় নজরদারি
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, খুনের মতো বড় অপরাধ ঠেকাতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। আইসি-ওসিদের পাশাপাশি এসপি ও সিপিদেরও সরাসরি তদারকি করতে হবে।
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে জোর
তিনি নির্দেশ দেন—
advertisement
  • প্রকল্পের প্রচার আরও বাড়াতে হবে।
  • কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে, তা সাধারণ মানুষকে জানাতে হবে।
  • যেখানে মানুষের সুবিধা হবে, সেখানেই ক্যাম্প করতে হবে।
  • মন্ত্রী ও সিনিয়র অফিসারদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে।
  • সমস্যা দ্রুত সমাধানের জন্য লোকেশনভিত্তিক নজরদারি রাখতে হবে।
  • পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা
    মুখ্যমন্ত্রী জানান, বহু পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরছেন। তাদের জন্য জেলা প্রশাসনকে বিশেষ উদ্যোগ নিতে হবে—
    advertisement
    • সন্তানদের স্কুলে ভর্তি করাতে সাহায্য।
    • স্বাস্থ্য সাথী কার্ড, কৃষক বন্ধু সহ সব সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া।
    • কর্মশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করা।
    • তিনি বিডিওদেরও সরাসরি দায়িত্ব দেওয়ার কথা বলেন। বৈঠকে উপস্থিত জেলাশাসক, এসপি ও সিপিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা—মানুষের সমস্যার সমাধান দ্রুত ও কার্যকরভাবে করতে হবে।
      view comments
      বাংলা খবর/ খবর/কলকাতা/
      একের পর এক নেতা খুন! 'আইন-শৃঙ্খলার ভার কি শুধু ওসিদের উপর?' গর্জে উঠলেন মমতা!
      Next Article
      advertisement
      Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
      বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
      • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

      • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

      • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

      VIEW MORE
      advertisement
      advertisement