Hanskhali Gang Rape Case : ৯০ দিনের মাথায় হাঁসখালি গণধর্ষণকাণ্ডে চার্জশিট জমা দিল সিবিআই
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Hanskhali Gang Rape Case : সিবিআই সূত্রে খবর, এক নাবালক-সহ চার্জশিটে নাম রয়েছে মোট নয় জনের
কলকাতা : হাঁসখালি গণধর্ষণকাণ্ডে নব্বই দিনের মাথায় চার্জেশিট জমা দিল সিবিআই। সিবিআই সূত্রে খবর, এক নাবালক-সহ চার্জশিটে নাম রয়েছে মোট নয় জনের। এদের মধ্যে আট জন গ্রেফতার। ধৃতদের নাম ব্রজ গোয়ালি, প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক, আকাশ বড়াই, দীপ্ত গোয়ালি, সামরেন্দ্র গোয়ালি, পীযুষকান্তি ভক্ত ও এক নাবালক। অংশুমান বাগচী এখনও গ্রেফতার হয়নি। সিবিআইয়ের হাতে ছয় জন গ্রেফতার হয়। তৃণমূল নেতা সমর গোয়ালি, ব্রজ গোয়ালি-সহ মোট ছয় জনকে সিবিআই গ্রেফতার করে।
সিবিআই সূত্রে খবর, চার্জেশিটে নাম থাকা অংশুমান নিগৃহীতার প্রতিবেশী। যিনি দেহ পোড়ানো সময় শ্মশানে গিয়েছিলেন। হাঁসখালি গণধর্ষণকাণ্ডে পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
অভিযোগ, গত এপ্রিল মাসে হাঁসখালিতে এক নাবালিকাকে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয়। এর পর কয়েক জন তাকে বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু হাসপাতালে না নিয়ে যাওয়ার জন্য বাড়ির লোককে অভিযুক্তরা হুমকি দেয় বলে অভিযোগ। নিগৃহীতার বাড়ির লোকজনের দাবি, কার্যত বিনা চিকিৎসায় ভোররাতে মৃত্যু হয় নাবালিকার।
advertisement
advertisement
আরও পড়ুন : শুক্রবার ফের বাড়ল সংক্রমণ, রাজ্যে করোনা পজিটিভ প্রায় ৩ হাজার
অভিযোগ, নাবালিকার দেহ তড়িঘড়ি করে পোড়ানোর জন্য চাপ দেয় অভিযুক্তরা। প্রমাণ লোপাটের চেষ্টা করে অভিযুক্তরা। এর কয়েকদিন পর থানায় অভিযোগ জানানো হয়। এর পর জেলা পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। হাইকোর্টের নির্দেশে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়। ঘটনাস্থলে যান সিবিআই তৎকালীন ডিআইজি অখিলেশ কুমার সিং, জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়-সহ সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনায় নির্যাতিতার মায়ের বয়ান রেকর্ড করে সিবিআই। ফরেন্সিক আধিকারিকরা নমুনা সংগ্রহ করেন। সেই ঘটনায় সিবিআই তদন্ত ভার হাতে নিয়ে নব্বই দিনের মাথায় চার্জশিট দিল। রানাঘাট আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 09, 2022 7:27 AM IST

