ঝড়ের গতিতে বেরোল দুটি সিবিআই টিম, হানা তৃণমূল বিধায়কের বাড়িতে! বাংলা তোলপাড়

Last Updated:

Cbi Raid: জানা গিয়েছে, রবিবার সকালেই সিবিআইয়ের দুটো টিম বেরিয়েছে। একটা টিম রাজু সাহানির মামলায় হালিশহর গিয়েছে।

তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই
তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই
#কলকাতা: গত শুক্রবার রাতে চিটফান্ডকাণ্ডে গ্রেফতার হয়েছেন হালিশহর পুরসভার পুরপ্রধান রাজু সাহানি। স্থানীয়দের দাবি, গত প্রায় এক দশক ধরে গোটা হালিশহরে ত্রাসের পরিবেশ কায়েম করে রেখেছিলেন এই রাজু। জমি দখল থেকে শুরু করে খুনের হুমকি, কোনও কিছুই বাদ দেয়নি সে। এলাকার বাসিন্দাদের মুখেই উঠে আসছে সে তথ্য। রাজুর রিসর্ট ও লাগোয়া বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পত্তির নথি, একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি কার্তুজ উদ্ধার করেছে সিবিআই। এবার ফের হালিশহরে
জানা গিয়েছে, রবিবার সকালেই সিবিআইয়ের দুটো টিম বেরিয়েছে। একটা টিম রাজু সাহানির মামলায় হালিশহর গিয়েছে। আরও একটি টিমও পৌঁছচ্ছে হালিশহর। নতুন করে ফের রাজু সাহানির বাড়িতে তল্লাশি চালানো হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই খবর মিলেছে, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে গিয়েছে সিবিআই।
advertisement
advertisement
তবে, রাজু সাহানির বিরুদ্ধে অভিযোগ কিছু কম নেই। জানা গিয়েছে ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় হালিশহরে ছিল বামেদের বোর্ড। ২০১৩ সালে হঠাৎ পদত্যাগ করে তৃণমূলে যোগদান করেন বাম কাউন্সিলররা। তৈরি হয় তৃণমূলের বোর্ড। সেই পুরবোর্ডের উপ পুরপ্রধান ছিলেন রাজু সাহানির বাবা লক্ষ্মণ সাহানি।
advertisement
এর কয়েক বছরের মধ্যে লক্ষ্মণবাবুর মৃত্যু হলে বাবার আসন থেকে বিনা প্রতিদ্বন্দিতায় জেতেন রাজু সাহানি। এর পর পুরপ্রধান হন তিনি। ২০১৯ সালে অর্জুন সিং বিজেপিতে যোগদান করলে দলবদল করেন রাজু। বিধানসভা নির্বাচনের আগে আবার তৃণমূলে ফেরেন তিনি। ফের পুরপ্রধানের পদে বসেন। গত পুরসভা নির্বাচনে হালিশহর পুরসভার ২০ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দিতায় জেতেন তিনি। উত্তর ২৪ পরগনার হালিশহরের বলদেঘাটায়, গঙ্গার একেবারে ধার ঘেঁষে রাজু সাহানির রিসর্ট! হাইনেস্ট গেস্টহাউস। CBI সূত্রে দাবি, এই রিসর্ট থেকেই উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা!
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঝড়ের গতিতে বেরোল দুটি সিবিআই টিম, হানা তৃণমূল বিধায়কের বাড়িতে! বাংলা তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement