Jibankrishna Saha | TET Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহার ৮ ব্যাঙ্ক অ্যাঙ্কাউন্ট ফ্রিজ করল সিবিআই

Last Updated:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত শুক্রবারই মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই৷ টানা ৬৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে বিধায়ককে গ্রেফতার করেন গোয়েন্দারা৷ অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি করিয়ে দেওয়ার বিষয়ে একাধিক প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন এই তৃণমূল বিধায়ক৷ বিধায়কের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে প্রার্থীর তালিকা-সহ টাকা লেনদেনের নথি৷  

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে সোমবার ভোর রাতেই গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে৷ বুধবার থেকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করে দিল সিবিআই৷ যদিও এখনই জীবনের স্ত্রীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
সিবিআই সূত্রের খবর, জীবনকৃষ্ণ সাহার আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে৷ তার মধ্যে পাঁচটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও তিনটি সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই পাঁচটি অ্যাকাউন্টের মধ্যে চারটি অ্যাকাউন্ট মুর্শিদাবাদের আন্দি, কান্দিতে রয়েছে আর একটি অ্যাকাউন্ট রয়েছে বীরভূমের সাঁইথিয়া ব্রাঞ্চে। বাকি তিনটি সরকারি ব্যাঙ্ক কুলি, কোটাসুর ও আন্দির শাখায় রয়েছে। জানা গিয়েছে, বুধবার থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে আর্থিক লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সিবিআই।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েতে বাজিমাত করতে নয়া কর্মসূচি! অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ঘিরে নতুন উদ্যোগ তৃণমূলের, কোচবিহারে শুরু
সিবিআই সূত্রে খবর, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে এখনও পর্যন্ত ১২টি অ্যাকাউন্টের হদিস মিলেছে। এর মধ্যে বিধায়কের নামে আটটি ও তাঁর স্ত্রী টগরী সাহার নামে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। কোনও অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ, কোনওটায় আট, পাঁচ, ছয় লক্ষ---- এরকম টাকা রয়েছে সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে।
advertisement
advertisement
গোয়েন্দাদের অনুমান, নিয়োগ দুর্নীতির টাকাতেই বিপুল পরিমাণ জমি, ফ্ল্যাট করেছিলেন জীবন। তদন্তকারীরা জানতে চাইছেন, এই সমস্ত ব্যাঙ্ক অ্যকাউন্ট থেকে কী ধরনের লেনদেন হয়েছে৷ কার কার কাছে গেছে টাকা, কারা-ই বা টাকা দিয়েছে? আরও অন্য কোথাও কি জীবনের কোনও বেনামী অ্যকাউন্ট রয়েছে? এসমস্ত কিছু জানতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য চেয়েছে সিবিআই৷
advertisement
আরও পড়ুন: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে কয়েক লক্ষ টাকার জিনিস চুরি, শিশু বিভাগেও হানা! চিন্তায় কর্তৃপক্ষ
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত শুক্রবারই মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই৷ টানা ৬৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে বিধায়ককে গ্রেফতার করেন গোয়েন্দারা৷ অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি করিয়ে দেওয়ার বিষয়ে একাধিক প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন এই তৃণমূল বিধায়ক৷ বিধায়কের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে প্রার্থীর তালিকা-সহ টাকা লেনদেনের নথি৷
advertisement
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jibankrishna Saha | TET Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহার ৮ ব্যাঙ্ক অ্যাঙ্কাউন্ট ফ্রিজ করল সিবিআই
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement