কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে সোমবার ভোর রাতেই গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে৷ বুধবার থেকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করে দিল সিবিআই৷ যদিও এখনই জীবনের স্ত্রীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
সিবিআই সূত্রের খবর, জীবনকৃষ্ণ সাহার আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে৷ তার মধ্যে পাঁচটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও তিনটি সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই পাঁচটি অ্যাকাউন্টের মধ্যে চারটি অ্যাকাউন্ট মুর্শিদাবাদের আন্দি, কান্দিতে রয়েছে আর একটি অ্যাকাউন্ট রয়েছে বীরভূমের সাঁইথিয়া ব্রাঞ্চে। বাকি তিনটি সরকারি ব্যাঙ্ক কুলি, কোটাসুর ও আন্দির শাখায় রয়েছে। জানা গিয়েছে, বুধবার থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে আর্থিক লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে এখনও পর্যন্ত ১২টি অ্যাকাউন্টের হদিস মিলেছে। এর মধ্যে বিধায়কের নামে আটটি ও তাঁর স্ত্রী টগরী সাহার নামে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। কোনও অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ, কোনওটায় আট, পাঁচ, ছয় লক্ষ---- এরকম টাকা রয়েছে সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে।
গোয়েন্দাদের অনুমান, নিয়োগ দুর্নীতির টাকাতেই বিপুল পরিমাণ জমি, ফ্ল্যাট করেছিলেন জীবন। তদন্তকারীরা জানতে চাইছেন, এই সমস্ত ব্যাঙ্ক অ্যকাউন্ট থেকে কী ধরনের লেনদেন হয়েছে৷ কার কার কাছে গেছে টাকা, কারা-ই বা টাকা দিয়েছে? আরও অন্য কোথাও কি জীবনের কোনও বেনামী অ্যকাউন্ট রয়েছে? এসমস্ত কিছু জানতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য চেয়েছে সিবিআই৷
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত শুক্রবারই মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় সিবিআই৷ টানা ৬৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে বিধায়ককে গ্রেফতার করেন গোয়েন্দারা৷ অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি করিয়ে দেওয়ার বিষয়ে একাধিক প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন এই তৃণমূল বিধায়ক৷ বিধায়কের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে প্রার্থীর তালিকা-সহ টাকা লেনদেনের নথি৷
ARPITA HAZRA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jiban Krishna Saha