Abhishek Banerjee | TMC: পঞ্চায়েতে বাজিমাত করতে নয়া কর্মসূচি! অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ঘিরে নতুন উদ্যোগ তৃণমূলের, কোচবিহারে শুরু

Last Updated:

সেখানে একে একে দিনহাটা, মাথাভাঘা এবং তুফানগঞ্জের ১৮৬ টি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বুথ সভাপতি যুব, মহিলা সাংগঠনিক নেতৃত্ব সঙ্গে দেখা করার কথা তাঁর৷ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য একটি মাঠে নির্দিষ্ট ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

কোচবিহার: পঞ্চায়েতের আগে তৃণমূল কংগ্রেসের নয়া জনসংযোগ কর্মসূচি। এবার ব্লকে ব্লকে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন খোদ অভিষেক বন্দোপাধ্যায়। কর্মসূচির শুরু কোচবিহার থেকেই। স্থানীয় সূত্রের খবর, রাতে সাধারণ মানুষের বাড়িতে থাকারও পরিকল্পনা রয়েছে অভিষেকের৷ পাশাপাশি, এই সফরে তিনি সরাসরি কথা বলবেন অঞ্চল সভাপতি, বুথ সভাপতিদের সঙ্গে। এরপরে অভিষেক উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায় যেতে পারেন বলে তৃণমূল সূত্রের খবর।
দলের অন্দরে কানাঘুঁষো খবর, অভিষেকের এই দফার সফরে কোচবিহারের সম্ভাব্য পঞ্চায়েত প্রার্থীদের নাম নিয়েও আলোচনা হতে পারে৷ এছাড়া, কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা নিয়ে চিঠিতে স্বাক্ষর সংগ্রহের কর্মসূচিও শুরু হতে পারে এই সময়। পঞ্চায়েতের লক্ষ্যে ম্যারাথন জেলা সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: অয়ন শীলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ! নতুন মামলা করার তোড়জোড় ED-র, নতুন করে শুরু কোন তদন্ত?
তৃণমূল সূত্রের খবর, কোচবিহার থেকেই পঞ্চায়েত স্তরের অভিযান শুরু করতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। আগামী ২৪-২৬ এপ্রিল পর্যন্ত তিনি কোচবিহারে থাকবেন। ২৪ এপ্রিল হেলিকপ্টারে পৌঁছবেন কোচবিহারে। তারপরে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে সোজা  চলে যাবেন দিনহাটায়।
advertisement
advertisement
সেখানে একে একে দিনহাটা, মাথাভাঙা এবং তুফানগঞ্জের ১৮৬ টি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বুথ সভাপতি যুব, মহিলা সাংগঠনিক নেতৃত্ব সঙ্গে দেখা করার কথা তাঁর৷ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য একটি মাঠে নির্দিষ্ট ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সাধারণ মানুষের বাড়িতে রাত্রিযাপন করারও পরিকল্পনা রয়েছে অভিষেকের৷ সূত্রের খবর, কোচবিহারের পরে আলিপুরদুয়ার যাবেন তিনি।
advertisement
বুধবার এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘এটা দলীয় কর্মীদের জন্য সুখবর। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসছেন। ২-৩ দিন থাকবেন। দিনহাটা, মাথাভাঙায় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। এতে কর্মীরা উজ্জীবিত হবে।’’
আরও পড়ুন: তেতে পুড়ে ছাই! রাজ্যের এই জেলায় তাপমাত্রা ছাড়াল ৪৪ ডিগ্রি! ১৪ জেলায় পারদ ৪০ এর উপরে
এর আগে গত জানুয়ারি মাসে কোচবিহারের মাথাভাঙায় এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মাথাভাঙা কলেজ মাঠের সভা থেকে বিএসএফের গুলিতে নিহত গিতালদহের রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন। তার নির্দেশেই তৃণমূলের নেতা মন্ত্রীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করেছিলেন সেই সময়। সেই কর্মসূচির কয়েকমাসের মাথায় পঞ্চায়েত নির্বাচনের আগে ফের কোচবিহারে যাচ্ছেন অভিষেক।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee | TMC: পঞ্চায়েতে বাজিমাত করতে নয়া কর্মসূচি! অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ঘিরে নতুন উদ্যোগ তৃণমূলের, কোচবিহারে শুরু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement