Heatwave Alert | Weather Update: তেতে পুড়ে ছাই! রাজ্যের এই জেলায় তাপমাত্রা ছাড়াল ৪৪ ডিগ্রি! ১৪ জেলায় পারদ ৪০ এর উপরে
- Published by:Satabdi Adhikary
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
রাজ্যের একমাত্র বাঁকুড়া জেলা ৪৪ ডিগ্রি পার করে গেছে। ৬ জেলায় ৪৩ ডিগ্রি ছুঁয়েছে পারদ। রাচির নয় জেলাতে ৪২ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা। রাজ্যের ১৪ জেলাতে ৪০ ডিগ্রি বা তার উপরে তাপমাত্রা। আগামী শুক্রবার পর্যন্ত একই রকম থাকবে তাপমাত্রা বলে মনে করছেন আবহাওয়াবিদদের। শনি ও রবিবারে দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে আশ্বাস আবহাওয়
advertisement
বিকেলের সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের একমাত্র বাঁকুড়া জেলার তাপমাত্রা পার করে গিয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, রাজ্যের ৬ জেলায় ৪৩ ডিগ্রি ছুঁয়েছে পারদ। রাজ্যের ১৪ জেলায় ৪০ ডিগ্রি বা তার উপরে তাপমাত্রা। আগামী শুক্রবার পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদদের। শনি ও রবিবারে দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে আশ্বাস আবহাওয়াবিদদের।
advertisement
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই জেলারই ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
advertisement
পাশের জেলা পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৩.২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই জেলার সমুদ্র সৈকতের দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক এর থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। নদিয়ার কৃষ্ণনগরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
পশ্চিমের জেলাগুলিতেও চল্লিশ পেরিয়েছে তাপমাত্রা। চলতি বছরের রেকর্ড অনুযায়ী, বাঁকুড়া জেলায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল। তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৬.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বীরভূমের শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা চড়েছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
হুগলি জেলার মগরাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে সর্বোচ্চ তাপমাত্রা পারদ ছুঁয়েছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণবঙ্গের বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ যা স্বাভাবিকের তুলনায় ৪.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
বর্ধমানেরই পানাগড় এলাকায় তাপমাত্রা পারদ ছুঁয়েছিল ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াসে। এই জেলার আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
advertisement
দার্জিলিঙে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। কোচবিহারে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। জলপাইগুড়িতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। কালিম্পং জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনাজপুরের বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৭.১ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। আলিপুরদুয়ারে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়া