বেআইনি হোর্ডিং চিহ্নিতকরণ ও পদক্ষেপ! ৬ সপ্তাহ সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

Last Updated:

বিধাননগর পুরসভার আইনজীবী জানান, আপাতত হোর্ডিং খোলার বিষয় কোনও পদক্ষেপ করবে না পুরসভা। মামলাকারীদের আইনজীবী বিধাননগর পুর এলাকাকে বেআইনি হোর্ডিং থেকে মুক্ত করার আর্জি জানান।

News18
News18
কলকাতা: বিধাননগর পুর এলাকায় বেআইনি হোর্ডিং চিহ্নিতকরণ এবং তার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য পুরসভাকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের নির্দেশ, ছয় সপ্তাহের মধ্যে বেআইনি হোর্ডিং সংক্রান্ত বিষয় বিবেচনা করে চূড়ান্ত পদক্ষেপের সিদ্ধান্ত নিতে হবে বিধাননগর পুরসভার কমিশনারকে। বিজ্ঞাপন সংস্থাদের তথ্য খতিয়ে দেখে সেই সিদ্ধান্ত নেবেন কমিশনার।
ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, যে সব বিপজ্জনক হোর্ডিং রয়েছে সেই সব বেআইনি হিসাবে চিহ্নিত হোর্ডিংকে ভাঙতে পারবে পুর কর্তৃপক্ষ। এই মামলার পরবর্তী শুনানি নভেম্বরে। বুধবার বিজ্ঞাপন সংস্থাদের আইনজীবী অভিযোগ করেন, বেআইনি হোর্ডিং চিহ্নিত না করেই খুলে ফেলার পদক্ষেপ করেছে পুরসভা। উপযুক্ত অনুমতি ও কর দিয়ে লাগানো ওই সংস্থার হোর্ডিং খুলে দেওয়া হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত বিধাননগর পুরসভার এই পদক্ষেপের উপর স্থগিতাদেশ দিক আদালত।বিধাননগর পুরসভার আইনজীবী জানান, আপাতত হোর্ডিং খোলার বিষয় কোনও পদক্ষেপ করবে না পুরসভা। মামলাকারীদের আইনজীবী বিধাননগর পুর এলাকাকে বেআইনি হোর্ডিং থেকে মুক্ত করার আর্জি জানান।
advertisement
আরও পড়ুন: ৭৫ তম জন্মদিনেই সবচেয়ে বড় চমক দিলেন নরেন্দ্র মোদি! বিহার-বাংলা জয়ে লক্ষ্য মহিলা ভোট? রিটার্ন গিফটেই স্পষ্ট
উল্লেখ্য, বিধাননগরের বেআইনি হোর্ডিং নিয়ে ফের মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এর আগে সেই মামলার শুনানিতে, মামলাকারীরা অভিযোগ করেন, বিধাননগর পুর এলাকা বেআইনি হোর্ডিংয়ে ছেয়ে যাচ্ছে। আদালতের আগের নির্দেশ না মেনে নতুন করে হোর্ডিংয়ের বরাত দেওয়া হচ্ছে এবং তাতে বেআইনি হোর্ডিং সংস্থাগুলিও বরাত পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আদালতের নির্দেশ পালনে কী পদক্ষেপ করা হয়েছে সে ব্যাপারে পুরসভার থেকে রিপোর্ট তলব করে কোর্ট।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেআইনি হোর্ডিং চিহ্নিতকরণ ও পদক্ষেপ! ৬ সপ্তাহ সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement