SSC Scam: 'সমাজের সঙ্গে বেইমানি', সুবীরেশের জামিন খারিজ! SSC কাণ্ডে চরম ক্ষুব্ধ হাইকোর্ট
- Published by:Suman Biswas
- Written by:ARNAB HAZRA
Last Updated:
SSC Scam: বিচারপতি জয়মাল্য বাগচীর মন্তব্য, 'সংস্থার প্রতিনিধি হিসাবে আপনার দায়িত্ব রয়েছে। এটা কোনও পোস্টমাস্টারের চাকরি নয়। মনে রাখবেন এখানে শিক্ষক নিয়োগ হচ্ছে। এখানেই যদি দুর্নীতি হয় তা সমাজের পক্ষে অনেকটা ক্ষতিকর।''
#কলকাতা: এসএসসি দুর্নীতি কাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যের জামিন মামলা বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন খারিজ করল। এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের নিয়োগ দুর্নীতি তথ্য জেনে বিস্ময় প্রকাশ ডিভিশন বেঞ্চের। নিয়োগের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে এমনটাই মনে হচ্ছে বলে পর্যবেক্ষণ আদালতের।
বিচারপতি জয়মাল্য বাগচীর মন্তব্য, 'সংস্থার প্রতিনিধি হিসাবে আপনার দায়িত্ব রয়েছে। এটা কোনও পোস্টমাস্টারের চাকরি নয়। মনে রাখবেন এখানে শিক্ষক নিয়োগ হচ্ছে। এখানেই যদি দুর্নীতি হয় তা সমাজের পক্ষে অনেকটা ক্ষতিকর। সমাজের একজন হিসাবে কেউ কি আশা করতে পারেন না, যে অন্তত শিক্ষক নিয়োগ স্বচ্ছ ভাবে হবে? সেখানেও দুর্নীতির অভিযোগ। এটা তো সমাজের সঙ্গে বেইমানি করা হল।'
advertisement
বিচারপতি জয়মাল্য বাগচীর সংযোজন, 'গাফিলতি বলে নিজেকে এড়ানো যায় না। গাফিলতিকে জামিন চাওয়ার ক্ষেত্রে ঢাল করতে পারে না। যেভাবে ওএমআর শিট বিকৃত করে চাকরির সুপারিশ করা হয়েছে, এটা গাফিলতি বলে এড়ানো যায় না! এটা দুর্নীতি। উত্তরপত্র মূল্যায়নকারী সংস্থা বলছে ওএমআর নম্বর কম আর এসএসসি সার্ভারে এত নম্বর! যেখানে পরীক্ষায় নেগেটিভ মার্ক নেই। সেখানে ওএমআর বিকৃতি কীভাবে সম্ভব!'
advertisement
advertisement
সুবীরেশের আইনজীবী অবশ্য জানান, তাঁর মক্কেল এসএসসির চেয়ারম্যান থাকাকালীন নিয়োগ দুর্নীতি হয়নি। চেয়ারম্যান থাকার পর তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন।'' বিচারপতি বাগচী পাল্টা বলেন, ''তিনি তো আর ভারতের রাষ্ট্রপতির ভাইস চ্যান্সেলর নন। অতএব, আমরা এই বিষয়টি নিয়ে চিন্তিত নয়। এই নিয়োগ দুর্নীতিতে সুবীরেশের বিরুদ্ধে কী অভিযোগ সেটা দেখতে চাই।'' সুবীরেশের আইনজীবী বলেন, ''আমি পদে থাকাকালীন এই সব ঘটনা ঘটেনি এটা বলতে চাইছি। ২১ অক্টোবরের চার্জশিট মোতাবেক আমার বিরুদ্ধে অভিযোগ, আমার মৌখিক নির্দেশে প্রোগ্রামিং অফিসার নাকি উত্তরপত্র (ওএমআর শিট) পরিবর্তন করেছেন। কম নম্বর পেয়েছেন এমন প্রার্থীদের বেশি নম্বর দিয়েছি। এ ছাড়া এসএসসি-র ওয়েবসাইটে নম্বর পরিবর্তন করা হয়েছে। অথচ এই নিয়োগ প্রক্রিয়ার জন্য তৈরি কমিটির মাথায় ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। আমাকে প্রথমে সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল। পরে গ্রেফতার করা হয়।''
advertisement
বিচারপতি বাগচী বলেন, ''আপনি একটি সংস্থার সর্বোচ্চ পদে ছিলেন। সেই জায়গায় কী ভাবে আপনাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এড়িয়ে যেতে পারেন? যিনিই অভিযোগ আনুক আপনার বিরুদ্ধে, আপনি এত দিন কেন সচেতন হননি?''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2022 2:02 PM IST