Anis Khan Death Case: সিবিআই নয়, সিট তদন্তেই আস্থা রাখল হাইকোর্ট! আনিস মৃত্যু মামলায় স্বস্তি রাজ্যের

Last Updated:

গত ১৮ ফেব্রুয়ারি রাতে হাওড়ার আমতায় আনিস খানের বাড়িতে অভিযানে যান চার পুলিশকর্মী৷

আনিস খান মামলায় রায় দিল হাইকোর্ট৷
আনিস খান মামলায় রায় দিল হাইকোর্ট৷
#কলকাতা: সিবিআই নয়, আনিস খান মৃত্যু রহস্যের তদন্তে রাজ্য সরকারের গঠিত সিট বা বিশেষ তদন্তকারী দলের উপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন৷ গত ৭ জুন আনিস খান মৃত্যু মামলার শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি রাজাশেখর মান্থা।
গত ১৮ ফেব্রুয়ারি রাতে হাওড়ার আমতায় আনিস খানের বাড়িতে অভিযানে যান চার পুলিশকর্মী৷ এদের মধ্যে ছিলেন সিভিক ভলেন্টিয়ারও৷ মাঝরাতে আশপাশের বাড়ির ছাদ ঘিরে আনিসকে প্রথমে নজরবন্দি করা হয়। পরে তার বাড়িতে যায় পুলিশ।ওই রাতেই বাড়ির পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় আনিস দেহ।পরিবারের অভিযোগ ছাদ থেকে খুন করে আনিসকে খুন করে পুলিশ।
advertisement
advertisement
আনিস খানের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি৷ মৃত্যু রহস্যের তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে রাজ্য সরকার৷ যদিও সিট-এর তদন্তে আস্থা না রেখে সিবিআই তদন্তের দাবি জানায় আনিস খানের পরিবার৷
advertisement
রায় দিতে গিয়ে বিচারপতি জানান, তদন্তে নেমে অভিযুক্ত পুলিশকর্মীদের পলিগ্রাফ টেস্ট করিয়েছিল সিট৷ পলিগ্রাফ টেস্টের রিপোর্টে দেখা গিয়েছে, আনিসকে খুনের কোনও উদ্দেশ্য ছিল না ঘটনার দিন তাঁর বাড়িতে যাওয়া পুলিশকর্মীদের৷ পাশাপাশি, আনিস খানের বাবাও আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছিলেন, অভিযোগ পত্রে যা যা লেখা হয়েছে, তার গোটাটা তাঁর বয়ান নয়৷ আদালতে একই সংশয় প্রকাশ করেছিল রাজ্যের আইনজীবীরাও৷ তবে সত্য উদঘাটনে রাজ্য সরকারের নজরদারিতে প্রয়োজনে আরও গভীরে গিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷
advertisement
সাম্প্রতিক কালে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরুলিয়ার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ সেদিক দিয়ে দেখতে গেলে আনিস মৃত্যু মামলায় আদালতের নির্দেশে বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার৷
যদিও আদালতের এই নির্দেশে খুশি নয় আনিসের পরিবার৷ সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে তাঁরা ডিভিশন বেঞ্চে আবেদন করবেন বলে জানিয়েছেন আনিস খানের বাবা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anis Khan Death Case: সিবিআই নয়, সিট তদন্তেই আস্থা রাখল হাইকোর্ট! আনিস মৃত্যু মামলায় স্বস্তি রাজ্যের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement