ভাড়া না বাড়লে বাস চলবে না, জানিয়ে দিল সংগঠন! কাল থেকে পথে নামছে না বাস-মিনিবাস

Last Updated:

সোমবার থেকে কলকাতার রাস্তায় বেসরকারি বাস নামবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল আজ রবিবার। বিভিন্ন বাস মালিকদের বৈঠক ছিল আজ। সেই বৈঠকে মিলল না সমাধান ।

#কলকাতা: কাল থেকে পথে নামছে না বেসরকারি বাস । শুরু হচ্ছে না মিনিবাসও । পুরোন ভাড়ায় বাস চালানো সম্ভব নয়, জানিয়ে দিল বাস মালিক সংগঠনগুলি ।
আড়াই মাস লকডাউনের পর চতুর্থ দফায় এসে কিছুটা ছাড় মিলেছিল সরকারের তরফে । তখনই গ্রিন জোনে বাস চালানোর অনুমতি দেয় রাজ্য । কিন্তু রাজ্যের শর্ত ছিল ২০ জনের বেশি যাত্রী বাসে তোলা যাবে না । সরকারের সেই শর্তে রাজি হননি বেসরকারি বাসমালিকরা । তাঁদের দাবি ছিল, লকডাউনের বিপুল লোকসানের পর আবার ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো প্রায় অসম্ভব । তাই সরকারি বাস রাস্তায় নামলেও বেসরকারি বাসের দেখা মেলেনি এতদিন । শেষ পর্যন্ত বেসরকারি বাসে যত আসন, তত যাত্রী নেওয়া যাবে, এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু তারপরেও শেষরক্ষা হল না ।
advertisement
সোমবার থেকে কলকাতার রাস্তায় বেসরকারি বাস নামবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল আজ রবিবার। বিভিন্ন বাস মালিকদের বৈঠক ছিল আজ। সেই বৈঠকে মিলল না সমাধান । এখন মুখ্যমন্ত্রীই ভরসা বাস মালিক সংগঠনগুলির । মুখ্যমন্ত্রীর উপরেই সিদ্ধান্ত ছাড়া হল ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাড়া না বাড়লে বাস চলবে না, জানিয়ে দিল সংগঠন! কাল থেকে পথে নামছে না বাস-মিনিবাস
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement