Bowbazar Metro Work: কাজ শেষ বউবাজারে, বিশেষ ব্যবস্থা মেট্রোর লাইনে, মাটির চরিত্র বুঝতে করা হচ্ছে পরীক্ষা

Last Updated:

কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা বাধা আসলেও কাজ থামায়নি মেট্রো ৷ সমাধান খুঁজে বার করতে বউবাজারেই দূর্গা পিতুরী লেনে তৈরি করা হয় বিশালাকার চৌবাচ্চা বা শ্যাফট। যেখান দিয়েই শুরু হয় বউবাজারে কাজ শেষ করার চ্যালেঞ্জ ৷ সেই কাজ করতে গিয়েও বারবার বাধা এসেছে৷

কাজ শেষ বউবাজারে
কাজ শেষ বউবাজারে
আবীর ঘোষাল, কলকাতা: ২০১৯ সাল! জুলাইয়ের শেষে এক ভোর, আতঙ্ক তৈরি করে দিয়েছিল বউবাজারকে ঘিরে। দূর্গা পিতুরী লেন, স্যাকরা পাড়া লেন, একের পর এক বাড়ি ভেঙে পড়ছে। ধ্বসে যাচ্ছে বাড়ির একাংশ। ফাটল চওড়া হচ্ছে নানা বাড়ির ৷ এই ছবি ধরা পড়েছিল বউবাজার জুড়ে ৷ কারণ বউবাজারে মাটির নীচে চলছিল মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের কাজ ৷ আর তার জেরেই ভয়াবহ অবস্থা তৈরি হয় মধ্য কলকাতার এই অংশের।
তবে কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা বাধা আসলেও কাজ থামায়নি মেট্রো ৷ সমাধান খুঁজে বার করতে বউবাজারেই দূর্গা পিতুরী লেনে তৈরি করা হয় বিশালাকার চৌবাচ্চা বা শ্যাফট। যেখান দিয়েই শুরু হয় বউবাজারে কাজ শেষ করার চ্যালেঞ্জ ৷ সেই কাজ করতে গিয়েও বারবার বাধা এসেছে ৷ কখনও সুড়ঙ্গর মধ্যে জল ঢুকে গিয়েছে৷ কখনও আবার মাটির ওপরে নানা বাড়িতে নতুন করে ফাটল ধরেছে। অবশেষে সব জটিলতা কাটিয়ে শেষ হল বউবাজারে মাটির নীচে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সব কাজ ৷
advertisement
advertisement
ট্রামলাইন ধরে বি বি গাঙ্গুলি স্ট্রিট বরাবর লালবাজার মুখী রাস্তায় গেলেই চোখে পড়বে বাঁ-দিকে মেট্রোর সেই শ্যাফট এরিয়া। দূর্গা পিতুরী লেন আর স্যাকরা পাড়া লেনের এই অংশ দিয়ে একের পর এক মেশিন বার করে নিয়ে আসা হচ্ছে। ৬ মিটার লম্বা আর ৯ মিটার চওড়া যে বিশালাকার শ্যাফট বানানো হয়েছিল তা বোজানোর কাজ চলছে। পাশেই চলছে এমারজেন্সি এক্সিটের কাজ। এখানেই একের পর এক বাড়ি ভেঙে পড়েছিল। আগামী দিনে এখানেই একের পর এক বাড়ি তৈরি করবে KMRCL, তার জন্য চলছে সয়েল টেস্টের কাজ।
advertisement
বউবাজার অংশের সুড়ঙ্গকে আরও শক্তিশালী করতে ৬০ মিটার অংশে স্টিল রিং কভার দেওয়া হয়েছে। লাইন পাতার কাজও শেষ। এই অংশে যে লাইন পাতা হয়েছে, সেখানে ভ্যানগার্ড প্যান্ড্রোল সিস্টেম বসানো হয়েছে। এর ফলে আগামী দিনে স্বাভাবিক গতিতে যখন মেট্রো চলবে তার ফলে যে কম্পন অনুভূত হবে, তা বাইরে আসবে না। মাটির উপরে সেই কম্পন বোঝা যাবে না।
advertisement
তবে বউবাজার অংশে ২৬০ মিটার এলাকা জুড়ে জিও ফিজিক্যাল স্টাডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর ফলে আগামীদিনে বাড়ি তৈরি করতে গেলে কী অবস্থা সেখানের বা পাশ্ববর্তী এলাকার ভূ-চরিত্র কোনও বদল এসেছে কিনা তা জানা যাবে। বিশেষজ্ঞ সংস্থা সেই কাজ শুরু করে দিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bowbazar Metro Work: কাজ শেষ বউবাজারে, বিশেষ ব্যবস্থা মেট্রোর লাইনে, মাটির চরিত্র বুঝতে করা হচ্ছে পরীক্ষা
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement