ED Raid in Kolkata: কলকাতার একাধিক জায়গায় ইডি-র হানা ! ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীর বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে মোটা টাকার লোন নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ।
কলকাতা: দমদমের গোরাবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার সকাল সকালই চলল ইডির অভিযান। ৪৯ ডা. এস পি মুখার্জি রোডে এদিন হানা দেয় ইডি-র একটি দল ৷ ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীর বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে মোটা টাকার লোন নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ। তবে শুরুতেই এদিন ব্যবসায়ী বা তার পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ইডি-র অফিসাররা ৷ বাড়ির গেটের সামনেই এদিন অপেক্ষা করতে হয় ইডির টিমকে ।
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় প্রায় ৬০০ কোটি টাকা তছরুপের ঘটনা ঘটেছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন মহিলা অফিসাররাও।
advertisement
advertisement
দমদমের পাশাপাশি বালিগঞ্জের ম্যান্ডেভিলে গার্ডেনেও ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চালাল মঙ্গলবার সকালেই। এখানে দুটো গাড়ি আসে ইডি-র। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই ইডির অভিযান বলে খবর। হাওড়া, নিউ আলিপুর, বালিগঞ্জ, গোরাবাজার-সহ আরও বেশ কিছু জায়গায় আজ, মঙ্গলবার সকাল থেকেই চলল ইডি-র অভিযান।
ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়ো কোম্পানি খুলে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। ২২টি কোম্পানির ডিরেক্টর এবং অ্যাডিশনাল ডিরেক্টর ও মেম্বারদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। ইডি সূত্রে খবর, এই ২২টি কোম্পানির মধ্যে একাধিক সেল কোম্পানি রয়েছে। সেল কোম্পানির মাধ্যমে অর্থ তছরূপের অভিযোগ রয়েছে সংস্থার ডিরেক্টরের বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকেরা। এই আর্থিক প্রতারণার সঙ্গে কোনও প্রভাবশালী যোগ রয়েছে কি না ব্যবসায়ীর, তাও খতিয়ে দেখছেন ইডির আধিকারিকেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 17, 2024 8:46 AM IST










