Anjana Basu and Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বাড়িতে BJP নেত্রী! গেরুয়া-তারকাকে নিয়ে তুঙ্গে জল্পনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anjana Basu and Sabyasachi Dutta: সব্যসাচী দত্ত তৃণমূলে ফিরেছেন শক্ত ভিতের উপরই ফিরেছেন, এমনই মত রাজনৈতিক মহলের একাংশের। আর সেই সব্যসাচী দত্তের বাড়িতেই বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসু (Anjana Basu)!
#কলকাতা: রাজ্য রাজনীতিতে অনেকেই তাঁকে বলেন মুকুল রায়ের (Mukul Roy) সেনাপতি। সেই মুকুল রায়ের হাত ধরেই একদা তৃণমূলের মায়া কাটিয়ে BJP-তে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। বিধানসভা ভোটে বিধাননগর কেন্দ্র থেকে BJP-র হয়ে তৃণমূলের সুজিত বসুর কাছে হেরেও যান। ভবানীপুর উপনির্বাচনে জিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিনই এহেন সব্যসাচী দত্ত নিজের পুরনো ঘরে ফিরে এসেছেন। তাঁর তৃণমূলে ফেরার কথা ঘোষণা করেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সব্যসাচী দলে ফিরেছেন শক্ত ভিতের উপরই, এমনই মত রাজনৈতিক মহলের একাংশের। আর সেই সব্যসাচী দত্তের বাড়িতেই বিজেপি নেত্রী তথা অভিনেত্রী অঞ্জনা বসু (Anjana Basu)!
বুধবার লক্ষ্মীপুজোর দিন সব্যসাচী দত্তের সল্টলেকের বাড়িতে দেখা মেলে অঞ্জনা বসুর। পুজোর সময় সদ্য তৃণমূলে ফিরে যাওয়া নেতার বাড়িতে বিজেপি নেত্রীর এহেন উপস্থিতিই শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি আবারও ভাঙন ধরতে চলেছে গেরুয়া শিবিরে। গত বিধানসভা নির্বাচনে তারকা মুখের উপর অনেকাংশেই নির্ভর করেছিল বিজেপি। সেই সূত্রেই অঞ্জনা বসুকে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে টিকিট দেয় গেরুয়া শিবির। কিন্তু তৃণমূলের তারকা মুখ, অভিনেত্রী লাভলি মৈত্রর কাছে হেরে যান অঞ্জনা। তারপর থেকে বিজেপি-র হয়েও বিশেষ দেখা যায়নি তাঁকে।
advertisement
advertisement
এরপর হঠাৎই সব্যসাচী দত্তের বাড়িতে দেখা মিলল অঞ্জনার। তারপর থেকেই শুরু জল্পনা। এবার কি তৃণমূলে আসতে চলেছেন অঞ্জনা বসু? এ বিষয়ে অবশ্য তিনি বা সব্যসাচী দত্ত এখনও মুখ খোলেননি। তবে, জল্পনা তাতে থেমে থাকছে না। বিধানসভা ভোটের আগে টলিউডের একঝাঁক মুখকে দলে নিয়েছিল বিজেপি। তাঁদের মধ্যে যশ, শ্রাবন্তী, পার্নো, পায়েলদের মতো অঞ্জনা বসুকেও টিকিট দেয় গেরুয়া শিবির। বাকিদের মতো তিনিও হেরে যান। ভোটের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ক্রমশ তারকা-হীন হয়ে যাচ্ছে বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশে। ইতিমধ্যেই সুমন বন্দ্যোপাধ্যায়ের মতো টিভির মুখ দল ছেড়েছেন। এরই মধ্যে সব্যসাচী দত্তের বাড়িতে অঞ্জনার আগমন নতুন জল্পনার দিয়ে দিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2021 1:55 AM IST