KMC Elections 2021: ২৬ বছরের 'প্রাপ্তি' এবার থাকবে তো? পুরভোটের আগে অঙ্ক কষছে BJP

Last Updated:

KMC Elections 2021: ২৬ বছরের 'প্রাপ্তি' এবার থাকবে তো? কলকাতা পুরভোটের আগে অঙ্ক কষছে BJP

জিততে পারবে বিজেপি?
জিততে পারবে বিজেপি?
#কলকাতা: কলকাতা কর্পোরেশনের (KMC Elections 2021) নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নির্বাচনের উত্তাপ বাড়ছে প্রতিটি ওয়ার্ডে। খাওয়া নাওয়া ঘুম তিনটি প্রায় উঠে যাওয়ার পথে প্রতিনিধিদের।বেশকিছু প্রতিনিধি রয়েছেন যারা তাদের কাজের নিরিখে এবং পরিচিতির নিরিখে অনেকটা স্বস্তিতে রয়েছেন।সে যে কোনো দলেরই হোক।সকাল বেলা আটটার পর থেকে প্রচার।আবার বিকেলের পর থেকে কেউ কেউ প্রচার সারছেন। শনিবার সন্ধ্যা বেলায় ৪২ নম্বর ওয়ার্ডের এবারের বিজেপি কাউন্সিলর সুনিতা ঝড়কে দেখা গেল রবীন্দ্র সরণি লাগোয়া বাড়ি এবং দোকানগুলিতে ভোট প্রচার সারছেন।
ভোট প্রচারে গিয়ে দেখা গেল সর্ব ধর্মের মানুষ এগিয়ে আসছেন সুনিতা দেবীর দিকে।এলাকায় তার পরিচিতি প্রতিটি মানুষের মধ্যে।অনেকেই বললেন মাঝরাত থেকে ভরদুপুর যখনই দেখা যায়,তখনই সুনিতা দেবী সশরীরে হাজির হন।  ১৯৯৫ সালে প্রথম জিতেছিলেন সুনিতা ঝাওয়ার। তখনো বিজেপির প্রতিকে জিতে ছিলেন।এটা ২০২১। যদি এবার যেতেন,তাহলে এই নিয়ে মোট ছয়বার তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হবেন।
advertisement
advertisement
সুনিতা দেবী বললেন, পঞ্চায়েত কিংবা পৌরসভা, দুটিতেই মানুষ স্থানীয় প্রতিনিধিকে পছন্দ মত বাছেন।ওয়ার্ডের স্থানীয় প্রশাসন চালানোর জন্য প্রতিটি মানুষের পরিচিত হন প্রার্থীরা। যার ফলে নির্বাচকরা সঠিক নির্বাচনের মাধ্যমে তাকে জেতান। সুনিতা ঝাওয়ার এবারও জিতবেন।সেই আত্মবিশ্বাস রেখেই সকাল থেকে বিকেল তার ভোট প্রচার সারছেন।
advertisement
অনেকে বললেন মহাত্মা গান্ধী রোডে তাঁর অফিস রয়েছে।সেই অফিসে বেলা একটা থেকে চারটে, প্রতিদিন তিনি বসেন।যদি কোন কারণে তিনি না থেকে থাকেন। প্রয়োজনের কাগজ কিংবা কিছু দিয়ে চলে এলে,পরের দিন গিয়ে দেখতে পান,সে কাজ হয়ে গেছে। ২৫ বছরের কাউন্সিলর সুনিতা ঝাওয়ার এবারও পায়ে পায়ে এগোচ্ছেন সামনের দিকে।সন্ধ্যায়,তিনি শুধু দুজনকে সঙ্গে নিয়ে যখন এসে দাঁড়ালেন।তার পরে দেখা গেল,একে একে রবীন্দ্র সরণির দোকান থেকে বেরিয়ে এসে সবাই তার পাশে দাঁড়িয়ে পড়লেন। আস্তে আস্তে মিছিলের মতই হয়ে গেল সব।সামনে সুনিতাকে রেখে সবাই স্লোগান দিতে থাকলেন।আর জেতানোর অঙ্গীকার করতে থাকলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021: ২৬ বছরের 'প্রাপ্তি' এবার থাকবে তো? পুরভোটের আগে অঙ্ক কষছে BJP
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement