Priyanka Tibrewal Meets TMC Leader in Bhabanipur: ভবানীপুরের প্রচারে হঠাৎ তৃণমূল নেতার মুখোমুখি বিজেপি প্রার্থী! কী হল তার পর?

Last Updated:

এ দিন সকালে ভবানীপুরে ভোট প্রচারে বেরিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ তখনই ওই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন অসীম বসু (Priyanka Tibrewal Meets TMC Leader in Bhabanipur)৷

অসীম বসুর সঙ্গে কথা বলছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷
অসীম বসুর সঙ্গে কথা বলছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷
#কলকাতা: একজন বিজেপি-র প্রাক্তন, আর একজন বর্তমান৷ প্রথম জন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অন্যতম সেনাপতি৷ আর দ্বিতীয় জন মমতার প্রতিদ্বন্দ্বী৷ বুধবার সকালে ভবানীপুরে (Bhabanipur By Election) ভোট প্রচারে বেরিয়ে হঠাৎই মুখোমুখি হয়ে গেলেন ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কো অর্ডিনেটর অসীম বসু এবং বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal Meets TMC Leader in Bhabanipur)৷ পথে দেখা হতেই দু'জনে সৌজন্য দেখিয়ে হেসে কথা বললেও কয়েক মুহূর্ত পরেই পরস্পরের বিরুদ্ধে তোপ দাগলেন৷
এ দিন সকালে ভবানীপুরে (Bhabanipur By Election) ভোট প্রচারে বেরিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)৷ তখনই ওই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন অসীম বসু৷ এলাকায় যিনি বাবাই নামেই বেশি পরিচিত৷ তখনই মুখোমুখি দেখা হয়ে যায় দু' জনের৷
advertisement
advertisement
অসীম বসু তৃণমূলে যোগ দেওয়ার আগে বিজেপি-তে ছিলেন৷ তারও আগে তিনি ছিলেন কংগ্রেসে৷ বিজেপি করার সুবাদে প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং অসীম বসু পূর্ব পরিচিত৷ বিজেপি-র টিকিটেই কলকাতা পুরসভার নির্বাচনে জয়ী হন তিনি৷ পরে দল বদল করে তৃণমূলে চলে আসেন৷ যদিও এ দিন মুখোমুখি সাক্ষাতে পরস্পরের প্রতি সৌজন্য দেখান তৃণূমল নেতা এবং বিজেপি প্রার্থী৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে দেখে বাইক থামিয়ে দেন অসীম বসু৷ হেসে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন প্রিয়াঙ্কাও৷
advertisement
কিন্তু এর কয়েক মিনিটের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, 'বাবাইদা তো আগে বিজেপি-তে ছিলেন৷ তাই আমি আগে থেকেই চিনি৷ বিজেপি-র টিকিটে জিতেই টাকা উপার্জনের জন্য তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ যিনি জামা কাপড়ের মতো দল বদল করেন তাঁর সম্পর্কে মানুষের কী ধারণা একটু খোঁজ নিয়ে দেখুন৷'
কম যাননি অসীম বসুও৷ বিজেপি প্রার্থী সম্পর্কে তিনি বলেন, 'মানুষ তো আগে জানতে চাইছে, পেট্রোল, ডিজেলের দাম কবে কমবে৷ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে গোটা দেশের মানুষের নাভিশ্বাস উঠছে৷ এর পরেও কোন মুখে ভোট চাইতে আসছে জানি না৷ উনি ভবানীপুরে ঘুরতে এসেছেন, ঘোরা শেষ হলে চলে যাবেন৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Priyanka Tibrewal Meets TMC Leader in Bhabanipur: ভবানীপুরের প্রচারে হঠাৎ তৃণমূল নেতার মুখোমুখি বিজেপি প্রার্থী! কী হল তার পর?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement