Priyanka Tibrewal Meets TMC Leader in Bhabanipur: ভবানীপুরের প্রচারে হঠাৎ তৃণমূল নেতার মুখোমুখি বিজেপি প্রার্থী! কী হল তার পর?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন সকালে ভবানীপুরে ভোট প্রচারে বেরিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ তখনই ওই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন অসীম বসু (Priyanka Tibrewal Meets TMC Leader in Bhabanipur)৷
#কলকাতা: একজন বিজেপি-র প্রাক্তন, আর একজন বর্তমান৷ প্রথম জন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অন্যতম সেনাপতি৷ আর দ্বিতীয় জন মমতার প্রতিদ্বন্দ্বী৷ বুধবার সকালে ভবানীপুরে (Bhabanipur By Election) ভোট প্রচারে বেরিয়ে হঠাৎই মুখোমুখি হয়ে গেলেন ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কো অর্ডিনেটর অসীম বসু এবং বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal Meets TMC Leader in Bhabanipur)৷ পথে দেখা হতেই দু'জনে সৌজন্য দেখিয়ে হেসে কথা বললেও কয়েক মুহূর্ত পরেই পরস্পরের বিরুদ্ধে তোপ দাগলেন৷
এ দিন সকালে ভবানীপুরে (Bhabanipur By Election) ভোট প্রচারে বেরিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)৷ তখনই ওই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন অসীম বসু৷ এলাকায় যিনি বাবাই নামেই বেশি পরিচিত৷ তখনই মুখোমুখি দেখা হয়ে যায় দু' জনের৷
advertisement
advertisement
অসীম বসু তৃণমূলে যোগ দেওয়ার আগে বিজেপি-তে ছিলেন৷ তারও আগে তিনি ছিলেন কংগ্রেসে৷ বিজেপি করার সুবাদে প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং অসীম বসু পূর্ব পরিচিত৷ বিজেপি-র টিকিটেই কলকাতা পুরসভার নির্বাচনে জয়ী হন তিনি৷ পরে দল বদল করে তৃণমূলে চলে আসেন৷ যদিও এ দিন মুখোমুখি সাক্ষাতে পরস্পরের প্রতি সৌজন্য দেখান তৃণূমল নেতা এবং বিজেপি প্রার্থী৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে দেখে বাইক থামিয়ে দেন অসীম বসু৷ হেসে তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন প্রিয়াঙ্কাও৷
advertisement
কিন্তু এর কয়েক মিনিটের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, 'বাবাইদা তো আগে বিজেপি-তে ছিলেন৷ তাই আমি আগে থেকেই চিনি৷ বিজেপি-র টিকিটে জিতেই টাকা উপার্জনের জন্য তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ যিনি জামা কাপড়ের মতো দল বদল করেন তাঁর সম্পর্কে মানুষের কী ধারণা একটু খোঁজ নিয়ে দেখুন৷'
কম যাননি অসীম বসুও৷ বিজেপি প্রার্থী সম্পর্কে তিনি বলেন, 'মানুষ তো আগে জানতে চাইছে, পেট্রোল, ডিজেলের দাম কবে কমবে৷ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে গোটা দেশের মানুষের নাভিশ্বাস উঠছে৷ এর পরেও কোন মুখে ভোট চাইতে আসছে জানি না৷ উনি ভবানীপুরে ঘুরতে এসেছেন, ঘোরা শেষ হলে চলে যাবেন৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2021 2:05 PM IST