এখনই পদত্যাগ করছেন না বিশ্বরূপ দে
Last Updated:
লোধার উত্তর না আসা পর্যন্ত সিএবি থেকে পদত্যাগ করছেন না বিশ্বরূপ দে।
#কলকাতা: লোধার উত্তর না আসা পর্যন্ত সিএবি থেকে পদত্যাগ করছেন না বিশ্বরূপ দে। আজ কর্মসমিতির বৈঠকের পর কোষাধ্যক্ষের দাবি, বঙ্গ ক্রিকেট থেকে তাঁর পদত্যাগের কোনও প্রশ্নই নেই। প্রেসিডেন্ট সৌরভ জানিয়েছেন, লোধার ব্যাখা পাওয়ার পরেই ডাকা হবে বিশেষ সাধারণ সভা।
ভারতীয় ক্রিকেটে লোধার সুপারিশগুলি কী ভাবে কার্যকর হবে তা ঠিক করতে আগামী ১১ তারিখ বৈঠকে বসছেন লোধা কমিশনের প্রধান রাজেন্দ্র মাল লোধা। ওই বৈঠকে থেকেই উত্তর পাওয়া যেতে পারে বাতিল কর্তাদের ভবিষ্যৎ। তার আগে সোমবার কলকাতায় সিএবির কর্মসমিতির বৈঠক শেষে প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, লোধার থেকে উত্তর না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
advertisement
সিএবি থেকে তাঁকে হঠাতে কি বেঙ্গালুরুর বৈঠকে কোনও কৌশল নিয়ে আলোচনা করেছেন ? এদিন কর্মসমিতির বৈঠকে সরাসরি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে এই প্রশ্ন করেন মহারাজকে। যদিও, বৈঠকে এই ধরনের কথা অস্বীকার করেন বিশ্বরূপ। বরং বৈঠক শেষে বেরিয়ে এসে দাবি করেন, সিএবি থেকে পদত্যাগের কোনও প্রশ্নই নেই৷ তবে এদিন বৈঠক শুরুর আগে আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায়ের এক চিঠিতে উত্তাল হয় সিএবি। ওই চিঠিতে প্রশ্ন তোলা হয়, বিশ্বরূপের যোগদানের আইনি বৈধ্যতা নিয়ে। পরে অবশ্য এই চিঠিকে ক্লোজচ্যাপ্টার বলেই দাবি করেন উষানাথ। এমনকী, বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার কোনও প্রশ্ন নেই। সবমিলিয়ে লোধার ব্যাখা না আশা পর্যন্ত সিএবিতে আপাতত থাকছেন বিশ্বরূপ দে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2017 8:54 PM IST