হোম /খবর /বিদেশ /
মাঝ-আকাশে অসুস্থ পাইলট, নাগপুরে জরুরি অবতরণ, অবশেষে ঢাকায় ফিরলেন যাত্রীরা

Biman Bangladesh Pilot Heart Attack: মাঝ-আকাশে হার্ট অ্যাটাক পাইলটের, নাগপুরে জরুরি অবতরণ, অবশেষে ঢাকায় ফিরলেন যাত্রীরা

Representative Image

Representative Image

Biman Bangladesh Pilot Suffers Heart Attack Mid-Air: বিমানে ছিলেন মোট ১২৯ জন যাত্রী ৷ বিমান বাংলাদেশের ৭৩৭-৮০০ বিমানটি মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল ৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা: মাঝ-আকাশে বিপত্তি ! না বিমানের কোনও কিছু বিকল হয়নি ৷ খোদ পাইলটই অসুস্থ হয়ে পড়লেন ৷ প্রায় ৩৭ হাজার ফুট উপর দিয়ে ওড়ার সময় হঠাৎই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন বিমান বাংলাদেশের একজন পাইলট ৷ বিমানটি ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল ৷ শেষপর্যন্ত নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি ৷

আরও পড়ুন- ১,৬০০টির বেশি শূন্যপদে নিয়োগ করবে রেল, নেওয়া হবে না কোনও লিখিত পরীক্ষা

বিমানে ছিলেন মোট ১২৯ জন যাত্রী ৷ বিমান বাংলাদেশের ৭৩৭-৮০০ বিমানটি মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল ৷ নাগপুর এটিসি-র এলাকা ছেড়ে কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করার সময়েই ঘটে বিপত্তি ৷ বিমানের ক্যাপ্টেন হঠাৎ করেই অসুস্থ বোধ করায়, সহকারি পাইলট বা ফার্স্ট অফিসার তখন কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করেন ৷ পাইলটের হার্ট-অ্যাটাক হয়েছে বলে জানান ৷ তবে কলকাতায় অবতরণ করতে অনেকটা সময় লেগে যেত বলেই দ্রুত বিমানটিকে নাগপুর বিমানবন্দরে অবতরণ করা হয় ৷ কারণ নাহলে কলকাতা পৌঁছতে আরও প্রায় এক ঘণ্টা সময় লেগে যেত বিমান বাংলাদেশের ওই বিমানের ৷ নাগপুরের হাসপাতালে এখন চিকিৎসাধীন ওই পাইলট ৷ ক্যাপ্টেনের বয়স ৪৫ বছরের বেশি বলে জানা গিয়েছে ৷ তাঁর এনজিওগ্রাম হয়েছে। আপাতত তিনি এখন ঝুঁকিমুক্ত বলেই জানা গিয়েছে। পাইলটের স্বাস্থ্য সম্পর্কে প্রতিনিয়ত খোঁজ খবর রাখা হচ্ছে বিমান সংস্থার তরফে ৷

আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনগুলি ? ভারতের কোনও শহর কি রয়েছে সেই তালিকায় ?

গতকাল, রাত পর্যন্ত যাত্রীদের নিয়ে বিমানটি নাগপুর বিমানবন্দরেই আটকে থাকে ৷ কারণ একজন পাইলট নিয়ে বিমান উড়তে পারে না ৷ নতুন পাইলট আসা পর্যন্ত অপেক্ষা করতে হয় যাত্রীদের ৷ এরপর বিমান বাংলাদেশের দুবাইগামী একটি ফ্লাইটে আটজন ক্রু মেম্বারকে পাঠানো হয় নাগপুরে। তারাই মাস্কাটের ফ্লাইট এবং যাত্রীদের নিয়ে শেষপর্যন্ত ঢাকায় ফেরেন।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Biman Bangladesh