Biman Bangladesh Pilot Heart Attack: মাঝ-আকাশে হার্ট অ্যাটাক পাইলটের, নাগপুরে জরুরি অবতরণ, অবশেষে ঢাকায় ফিরলেন যাত্রীরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Biman Bangladesh Pilot Suffers Heart Attack Mid-Air: বিমানে ছিলেন মোট ১২৯ জন যাত্রী ৷ বিমান বাংলাদেশের ৭৩৭-৮০০ বিমানটি মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল ৷
কলকাতা: মাঝ-আকাশে বিপত্তি ! না বিমানের কোনও কিছু বিকল হয়নি ৷ খোদ পাইলটই অসুস্থ হয়ে পড়লেন ৷ প্রায় ৩৭ হাজার ফুট উপর দিয়ে ওড়ার সময় হঠাৎই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন বিমান বাংলাদেশের একজন পাইলট ৷ বিমানটি ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল ৷ শেষপর্যন্ত নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি ৷
বিমানে ছিলেন মোট ১২৯ জন যাত্রী ৷ বিমান বাংলাদেশের ৭৩৭-৮০০ বিমানটি মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল ৷ নাগপুর এটিসি-র এলাকা ছেড়ে কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করার সময়েই ঘটে বিপত্তি ৷ বিমানের ক্যাপ্টেন হঠাৎ করেই অসুস্থ বোধ করায়, সহকারি পাইলট বা ফার্স্ট অফিসার তখন কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করেন ৷ পাইলটের হার্ট-অ্যাটাক হয়েছে বলে জানান ৷ তবে কলকাতায় অবতরণ করতে অনেকটা সময় লেগে যেত বলেই দ্রুত বিমানটিকে নাগপুর বিমানবন্দরে অবতরণ করা হয় ৷ কারণ নাহলে কলকাতা পৌঁছতে আরও প্রায় এক ঘণ্টা সময় লেগে যেত বিমান বাংলাদেশের ওই বিমানের ৷ নাগপুরের হাসপাতালে এখন চিকিৎসাধীন ওই পাইলট ৷ ক্যাপ্টেনের বয়স ৪৫ বছরের বেশি বলে জানা গিয়েছে ৷ তাঁর এনজিওগ্রাম হয়েছে। আপাতত তিনি এখন ঝুঁকিমুক্ত বলেই জানা গিয়েছে। পাইলটের স্বাস্থ্য সম্পর্কে প্রতিনিয়ত খোঁজ খবর রাখা হচ্ছে বিমান সংস্থার তরফে ৷
advertisement
advertisement
গতকাল, রাত পর্যন্ত যাত্রীদের নিয়ে বিমানটি নাগপুর বিমানবন্দরেই আটকে থাকে ৷ কারণ একজন পাইলট নিয়ে বিমান উড়তে পারে না ৷ নতুন পাইলট আসা পর্যন্ত অপেক্ষা করতে হয় যাত্রীদের ৷ এরপর বিমান বাংলাদেশের দুবাইগামী একটি ফ্লাইটে আটজন ক্রু মেম্বারকে পাঠানো হয় নাগপুরে। তারাই মাস্কাটের ফ্লাইট এবং যাত্রীদের নিয়ে শেষপর্যন্ত ঢাকায় ফেরেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
August 28, 2021 6:48 AM IST