#কলকাতা: প্রত্যাশিত ভাবেই ভবানীপুরে প্রথম রাউন্ড থেকে এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সবমিলিয়ে যদিও একুশ রাউন্ডের গণনা হওয়ার কথা, কিন্তু প্রথম রাউন্ড থেকেই দুই প্রধান প্রতিপক্ষের থেকে অনেকটা এগিয়ে থেকে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
ভবানীপুরে প্রথম রাউন্ডের ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৬৮০টি ভোট৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ৮৮১টি ভোট৷ সেখানে প্রথম রাউন্ডে একশো ভোটও পাননি সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস৷ তিনি পেয়েছেন মাত্র ৮৫টি ভোট৷
দ্বিতীয় রাউন্ডের শেষেও ২৩৭৭ ভোটে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ দ্বিতীয় রাউন্ডের ফলাফলও বলছে, ভবানীপুরে প্রত্যাশিত ভাবেই কিছুটা লড়ছে বিজেপি৷ দুই রাউন্ডের গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৩৩৩ ভোট৷ সেখানে প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৯৫৬ ভোট৷ আর সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের প্রাপ্তি মাত্র ১৩২টি ভোট৷
আরও পড়ুন: ভবানীপুরে ভোট গণনার আগেই প্রধান বিচারপতি, রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপি প্রার্থী! কেন?
ভবানীপুরে মুখ্যমন্ত্রী এগিয়ে যেতেই উচ্ছ্বাস দেখাতে শুরু করেছেন তৃণমূল সমর্থকরা৷ ভবানীপুরে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রের বাইরে এবং কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে রীতিমতো আবির খেলা শুরু করে দিয়েছেন তৃণমূল সমর্থকরা৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে সংযুক্ত মোর্চার হয়ে প্রার্থী দিয়েছিল কংগ্রেস৷ এবারের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস৷ ফলে ভবানীপুরে লড়ার সিদ্ধান্ত নেয় বামেরা৷ ফরওয়ার্ড ব্লক আসনটি দাবি করলেও শেষ পর্যন্ত ভবানীপুরে প্রার্থী দেয় সিপিএম৷
শুধু ভবানীপুরই নয়, সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও প্রথম দুই রাউন্ডের পর অনেকটাই এগিয়ে রয়েছেন দুই তৃণমূল প্রার্থী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhabanipur, Bhabanipur By Election, Cpim, Mamata Banerjee