Mamata Banerjee leading in Bhabanipur: প্রথম রাউন্ড একশো পেরোল না সিপিএম, পিছিয়ে বিজেপি, শুরু থেকেই অনেক এগিয়ে মমতা

Last Updated:

ভবানীপুরে প্রথম রাউন্ডের ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৬৮০টি ভোট (Mamata Banerjee leading in Bhabanipur)৷

ভবানীপুরে এগিয়ে মমতা, প্রথম রাউন্ডে একশো ভোটও পেলেন না সিপিএম প্রার্থী৷
ভবানীপুরে এগিয়ে মমতা, প্রথম রাউন্ডে একশো ভোটও পেলেন না সিপিএম প্রার্থী৷
#কলকাতা: প্রত্যাশিত ভাবেই ভবানীপুরে প্রথম রাউন্ড থেকে এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সবমিলিয়ে যদিও একুশ রাউন্ডের গণনা হওয়ার কথা, কিন্তু প্রথম রাউন্ড থেকেই দুই প্রধান প্রতিপক্ষের থেকে অনেকটা এগিয়ে থেকে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
ভবানীপুরে প্রথম রাউন্ডের ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৬৮০টি ভোট৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ৮৮১টি ভোট৷ সেখানে প্রথম রাউন্ডে একশো ভোটও পাননি সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস৷ তিনি পেয়েছেন মাত্র ৮৫টি ভোট৷
দ্বিতীয় রাউন্ডের শেষেও ২৩৭৭ ভোটে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ দ্বিতীয় রাউন্ডের ফলাফলও বলছে, ভবানীপুরে প্রত্যাশিত ভাবেই কিছুটা লড়ছে বিজেপি৷ দুই রাউন্ডের গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৩৩৩ ভোট৷ সেখানে প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৯৫৬ ভোট৷ আর সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের প্রাপ্তি মাত্র ১৩২টি ভোট৷
advertisement
advertisement
ভবানীপুরে মুখ্যমন্ত্রী এগিয়ে যেতেই উচ্ছ্বাস দেখাতে শুরু করেছেন তৃণমূল সমর্থকরা৷ ভবানীপুরে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রের বাইরে এবং কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে রীতিমতো আবির খেলা শুরু করে দিয়েছেন তৃণমূল সমর্থকরা৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে সংযুক্ত মোর্চার হয়ে প্রার্থী দিয়েছিল কংগ্রেস৷ এবারের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস৷ ফলে ভবানীপুরে লড়ার সিদ্ধান্ত নেয় বামেরা৷ ফরওয়ার্ড ব্লক আসনটি দাবি করলেও শেষ পর্যন্ত ভবানীপুরে প্রার্থী দেয় সিপিএম৷
advertisement
শুধু ভবানীপুরই নয়, সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও প্রথম দুই রাউন্ডের পর অনেকটাই এগিয়ে রয়েছেন দুই তৃণমূল প্রার্থী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee leading in Bhabanipur: প্রথম রাউন্ড একশো পেরোল না সিপিএম, পিছিয়ে বিজেপি, শুরু থেকেই অনেক এগিয়ে মমতা
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement