Bhabanipur Bypoll Results 2021: ভবানীপুরে ভোট গণনার আগেই প্রধান বিচারপতি, রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপি প্রার্থী! কেন?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিজেপি প্রার্থীর এই আশঙ্কাকে অমূলক এবং অপপ্রচার বলে অভিযোগ করেছে তৃণমূল (Bhabanipur Bypoll Results 2021)৷
#কলকাতা: ভবানীপুরে (Bhabanipur Bypoll Results 2021) ভোট গণনা শুরু হওয়ার আগেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, রাজ্যপাল এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)৷ একই সঙ্গে ভবানীপুর বিধানসভা এলাকার সব থানার ওসি-দেরও চিঠি দিয়েছেন তিনি৷ বিজেপি প্রার্থীর আশঙ্কা, ভবানীপুরে (Bhabanipur) ভোট গণনা মিটলেই রাজনৈতিক হিংসা শুরু হয়ে যাবে৷
ভবানীপুরে ভোট গণনার (Bhabanipur assembly election results 2021) দিন সকালে নিজেই এ কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)৷ বিজেপি প্রার্থী জানিয়েছেন, ভোট মিটলেই ভবানীপুরের বিজেপি নেতা, কর্মীদের উপরে আক্রমণ চালাতে পারে তৃণমূল৷ সেই কারণেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, রাজ্যপাল, কলকাতার পুলিশ কমিশনার এবং ভবানীপুরের সব থানার ওসি-দের চিঠি দিয়েছেন তিনি৷
advertisement
advertisement
প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, 'তৃণমূল জিতলেও হিংসা করে, হারলেও করে৷ অতীতে আমরা সেটাই দেখেছি৷ ভবানীপুরেও এরকম হবে বলেই আমার আশঙ্কা৷ সেই কারণেই চিঠি দিয়েছি৷'
যদিও বিজেপি প্রার্থীর এই আশঙ্কাকে অমূলক এবং অপপ্রচার বলে অভিযোগ করেছে তৃণমূল৷ রাজ্যের পরিবহণমন্ত্রী এবং তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম বলেন, 'গোটা দেশে বিজেপি এরকমই অপপ্রচার চালাচ্ছে বাংলা এবং তৃণমূলকে বদনাম করার জন্য৷ কোথাও কোনও ভোট পরবর্তী হিংসা হবে না৷ আমরা উৎসব করব, আবির খেলবো, মিষ্টি খাবো৷ ভবানীপুরে বিজেপি তো নেই, তাহলে হিংসা হবে কী করে?'
advertisement
প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের পর গোটা রাজ্যে বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে আইনি লড়াই চালিয়েছিলেন পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ তাঁকে ভবানীপুরে প্রার্থী বাছার এটাও ছিল অন্যতম কারণ৷ ভবানীপুরেও ভোটের ফল প্রকাশের আগেই সেই ভোট পরবর্তী হিংসার অভিযোগেই সরব হলেন বিজেপি প্রার্থী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 03, 2021 8:55 AM IST