Bhabanipur Bypoll Results 2021: ভবানীপুরে ভোট গণনার আগেই প্রধান বিচারপতি, রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপি প্রার্থী! কেন?

Last Updated:

বিজেপি প্রার্থীর এই আশঙ্কাকে অমূলক এবং অপপ্রচার বলে অভিযোগ করেছে তৃণমূল (Bhabanipur Bypoll Results 2021)৷

বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷
বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷
#কলকাতা: ভবানীপুরে (Bhabanipur Bypoll Results 2021) ভোট গণনা শুরু হওয়ার আগেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, রাজ্যপাল এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)৷ একই সঙ্গে ভবানীপুর বিধানসভা এলাকার সব থানার ওসি-দেরও চিঠি দিয়েছেন তিনি৷ বিজেপি প্রার্থীর আশঙ্কা, ভবানীপুরে (Bhabanipur) ভোট গণনা মিটলেই রাজনৈতিক হিংসা শুরু হয়ে যাবে৷
ভবানীপুরে ভোট গণনার (Bhabanipur assembly election results 2021) দিন সকালে নিজেই এ কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)৷ বিজেপি প্রার্থী জানিয়েছেন, ভোট মিটলেই ভবানীপুরের বিজেপি নেতা, কর্মীদের উপরে আক্রমণ চালাতে পারে তৃণমূল৷ সেই কারণেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, রাজ্যপাল, কলকাতার পুলিশ কমিশনার এবং ভবানীপুরের সব থানার ওসি-দের চিঠি দিয়েছেন তিনি৷
advertisement
advertisement
প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, 'তৃণমূল জিতলেও হিংসা করে, হারলেও করে৷ অতীতে আমরা সেটাই দেখেছি৷ ভবানীপুরেও এরকম হবে বলেই আমার আশঙ্কা৷ সেই কারণেই চিঠি দিয়েছি৷'
যদিও বিজেপি প্রার্থীর এই আশঙ্কাকে অমূলক এবং অপপ্রচার বলে অভিযোগ করেছে তৃণমূল৷ রাজ্যের পরিবহণমন্ত্রী এবং তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম বলেন, 'গোটা দেশে বিজেপি এরকমই অপপ্রচার চালাচ্ছে বাংলা এবং তৃণমূলকে বদনাম করার জন্য৷ কোথাও কোনও ভোট পরবর্তী হিংসা হবে না৷ আমরা উৎসব করব, আবির খেলবো, মিষ্টি খাবো৷ ভবানীপুরে বিজেপি তো নেই, তাহলে হিংসা হবে কী করে?'
advertisement
প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের পর গোটা রাজ্যে বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে আইনি লড়াই চালিয়েছিলেন পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ তাঁকে ভবানীপুরে প্রার্থী বাছার এটাও ছিল অন্যতম কারণ৷ ভবানীপুরেও ভোটের ফল প্রকাশের আগেই সেই ভোট পরবর্তী হিংসার অভিযোগেই সরব হলেন বিজেপি প্রার্থী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhabanipur Bypoll Results 2021: ভবানীপুরে ভোট গণনার আগেই প্রধান বিচারপতি, রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপি প্রার্থী! কেন?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement