Bengal BJP: নিজেদের শক্তি বাড়াতে মরিয়া, কলকাতার পুর এলাকায় সাংগঠনিক কাঠামোয় বড়সড় পরিবর্তন আনছে বিজেপি

Last Updated:

গত এক দশকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কম-বেশি ভাল ফল করেছে বিজেপি।কিন্তু কলকাতায় তার কোনও প্রতিফলন ঘটেনি। এবার সেই ক্ষেত্রেই বদল ঘটাতে চায় বিজেপি।

কলকাতার পুর এলাকায় সাংগঠনিক কাঠামোয় বড়সড় পরিবর্তন বিজেপির, ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত 
কলকাতার পুর এলাকায় সাংগঠনিক কাঠামোয় বড়সড় পরিবর্তন বিজেপির, ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত 
কলকাতা:  কলকাতার পুর এলাকায় সাংগঠনিক কাঠামোয় বড়সড় পরিবর্তন বিজেপির। ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হল। একমাত্র কলকাতাতেই ওয়ার্ড কমিটি গঠন করছে রাজ্যের প্রধান বিরোধী দল। প্রতিটি ওয়ার্ড কমিটি পাঁচজনের হবে বলে জানা গিয়েছে। গোটা রাজ্যের সাংগঠনিক কাঠামোর সঙ্গে কলকাতায় কেন বদল বঙ্গ বিজেপির? কলকাতায় এক একটি ওয়ার্ডে অনেক ভোটার। তাই দলের নীচু তলা থেকে উপরতলার মধ্যে সমন্বয় সাধনের জন্য এই কমিটি গঠনের প্রয়োজন রয়েছে।
বিজেপি সূত্রে খবর বিজেপির সাংগঠনিক কাঠামো অনুসারে বুথ কমিটি রয়েছে, তার উপরে রয়েছে মণ্ডল কমিটি। এই দুইয়ের মাঝে রয়েছে শক্তিকেন্দ্র, যেখানে পাঁচটি করে বুথ রয়েছে। কলকাতা বাদে অন্য পুর এলাকায় প্রশাসনিক ক্ষেত্রে পাঁচ – ছটি বুথ মিলিয়ে একটি করে ওয়ার্ড হয়। কিন্তু কলকাতা পুর এলাকায় এক একটি ওয়ার্ডে কম পক্ষে ২৫ হাজার ভোটার রয়েছে, ফলে সেখানে একটি বা দুটি শক্তিকেন্দ্র দিয়ে এত ভোটারের কাছে পৌঁছতে পারছে না বিজেপি। সেই কারণেই আলাদা করে ওয়ার্ড কমিটি গঠন করেছে পদ্ম শিবির।
advertisement
advertisement
গত এক দশকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কম-বেশি ভাল ফল করেছে বিজেপি।কিন্তু কলকাতায় তার কোনও প্রতিফলন ঘটেনি। এবার সেই ক্ষেত্রেই বদল ঘটাতে চায় বিজেপি। তাদের দাবি কলকাতায় এবার ভাল ফল হবে। তার সঙ্গে সাযুজ্য রেখেই এই কমিটি গঠন করা হচ্ছে। বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতার মতে, এই ওয়ার্ড কমিটি গঠনের মধ্যে দিয়ে যেমন সংগঠনকে মজবুত করা যাবে, তেমনই দলের অন্দরে পদ সৃষ্টি করা যাবে। যাতে মণ্ডলের নেতা হওয়ার দাবিদারদের অনেকাংশেই ওয়ার্ড কমিটিতে এনে সন্তুষ্ট করা যাবে।
advertisement
পূর্বেও দেখা গিয়েছে বিজেপি জেলার ভোটের পাশাপাশি শহর কলকাতার ভোটেও বাড়তি নজর দিয়েছে। যদিও বিজেপি রাজ্য নেতৃত্বের কথা অনুসারে শুধুমাত্র শহুরে এলিট ক্লাসের ভোট নয় প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে হবে কর্মীদের, আদায় করতে হবে তাদের ভোটও। তবে গোষ্ঠী কোন্দল মিটিয়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে কতখানি সক্ষম হবে বঙ্গ বিজেপি নেতৃত্ব তা প্রমাণ মিলবে আগামী নির্বাচনে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP: নিজেদের শক্তি বাড়াতে মরিয়া, কলকাতার পুর এলাকায় সাংগঠনিক কাঠামোয় বড়সড় পরিবর্তন আনছে বিজেপি
Next Article
advertisement
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
SSC-তে এ বছর হিন্দির শূন্যপদ কত জানেন? ভিনরাজ্যের পরীক্ষার্থীর এত ভিড় কেন, জানা গেল কারণ!
  • রাজ্যের এসএসসি পরীক্ষায় হিন্দি মাধ্যমের ২২৫১ শূন্যপদে ভিনরাজ্যের ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন.

  • হিন্দি মাধ্যমের শূন্যপদ পূরণের জন্য ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড় স্বাভাবিক বলে মনে করছেন কর্তৃপক্ষ.

  • হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগে ভিনরাজ্যের পরীক্ষার্থীদের অংশগ্রহণ নতুন বিতর্কের সৃষ্টি করেছে.

VIEW MORE
advertisement
advertisement