শ্বাসরোধ করেই খুন শিশুকে, ময়নাতদন্তের রিপোর্টে বড় আপডেট, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের, ধুন্ধুমার তেহট্টে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অপরদিকে গনপিটুনিতে মৃত উৎপল মণ্ডল ও তার স্ত্রী সোমা মণ্ডল মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলেও পরিবারের কোনও সদস্য মৃতদেহ আনতে না যাওয়ায় মৃতদেহ মর্গে রাখা আছে।
নদিয়া: তেহট্টের নিশ্চিন্তপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধারের পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা, কিন্তু এখনও থমথমে এলাকা। বসানো হয়েছে পুলিশ পিকেট। গতকাল, শনিবার সন্ধ্যায় শিশুর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। রাত সাড়ে আটটা নাগাদ মৃতদেহ গ্রামে এসে পৌঁছায়। রাতেই শেষকৃত্য সম্পন্ন হয়।
ছাত্রের মৃতদেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে শ্বাসরোধ করে খুন করে জলে ফেলা দেওয়া হয়েছে। অভিযুক্ত উৎপলের বাড়িতেই শিশুকে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণে বাড়িতে তালা ঝুলিয়ে এলাকাটি সিল করে দিয়েছে পুলিশ। যাতে কোনও তথ্য প্রমাণ নষ্ট না হয়। আজ ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করবেন ফরেনসিক বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
অপরদিকে গনপিটুনিতে মৃত উৎপল মণ্ডল ও তার স্ত্রী সোমা মণ্ডল মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলেও পরিবারের কোনও সদস্য মৃতদেহ আনতে না যাওয়ায় মৃতদেহ মর্গে রাখা আছে। এই ঘটনায় পুলিশ প্রায় ২০০ জন গ্রামবাসীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে। তবে ঘটনার পর গণপিটুনিতে জড়িতরা অনেকেই গা ঢাকা দিয়েছেন। তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। অপরদিকে শিশু খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে খুন বা এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
সমীর রুদ্র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 9:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শ্বাসরোধ করেই খুন শিশুকে, ময়নাতদন্তের রিপোর্টে বড় আপডেট, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের, ধুন্ধুমার তেহট্টে