ম্যাজিক ভালবাসত সপ্তম শ্রেণীর কিশোর! স্নান করতে গিয়ে হঠাৎ কী যে হল... রহস্য মৃ*ত্যু
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Death Mystery: ইউটিউবে ম্যাজিকের প্রতি আসক্তিই কাল হয়ে দাঁড়ালো সপ্তম শ্রেণীর ছাত্রের কাছে। বাথরুম থেকে গামছায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার দেহ। কী ভাবে মৃত্যু হল, তা নিয়ে তদন্ত চলছে।
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: ইউটিউবে ম্যাজিকের প্রতি আসক্তিই কাল হয়ে দাঁড়ালো সপ্তম শ্রেণীর ছাত্রের কাছে। বাথরুম থেকে গামছায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কালুপুর এলাকায়। মৃত কিশোরের বাবা পেশায় কাঠ ব্যবসায়ী। পরিবারের দাবি, ইউটিউবে ম্যাজিক দেখার প্রতি আসক্তি ছিল তাঁর। বিভিন্ন সময় বাথরুমে স্নান করতে গিয়ে কখনও গান কখনও নাচ করত।
আরও পড়ুন: শুক্রবারই ভোল বদলেছিলেন ট্রাম্প, মোদির প্রশংসা করেছিলেন, এবার পাল্টা দিলেন মোদিও! কী বললেন প্রধানমন্ত্রী?
শুক্রবার দুপুরে বাথরুমে স্নান করতে যায় রিপম। দীর্ঘক্ষণ বাথরুম থেকে না বেরোনোয় রিপমের মা ডাকাডাকি করেন। তাতেও সাড়া দেয়নি রিপম । পরবর্তীতে পরিবারের লোকেরা বাথরুমের দরজা ভেঙে দেখে গামছাতে ফাঁস লাগা অবস্থায় ঝুলছে ওই কিশোর। দ্রুত তাঁকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
রিপমের বাবা দেবব্রত মণ্ডল জানিয়েছেন ছেলে ভাল ছাত্র ছিল। ইউটিউবে ম্যাজিক দেখার প্রতি আসক্তি ছিল তার। শুক্রবার বাথরুমে গামছায় কোন গিট দেওয়া ছিল না। কি করে গলায় পেচিয়ে এই অবস্থা হল আমরা বুঝতে পারছি না। পরিবারের অনুমান গামছা নিয়ে আয়নার সামনে ম্যাজিকের মত কিছু করতে গিয়ে এই অবস্থা হয়েছে রিপমের। রিপমের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। যদিও মেধাবী ছাত্রের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 7:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ম্যাজিক ভালবাসত সপ্তম শ্রেণীর কিশোর! স্নান করতে গিয়ে হঠাৎ কী যে হল... রহস্য মৃ*ত্যু