Women news: পোশাক খোল না হলে... ঘরে ঢুকে ছেলের সামনে যুবতীকে বিবস্ত্র করে ভিডিও করল দুধ বিক্রেতা! ভাইরাল করার হুমকি

Last Updated:

Women news: দিল্লি সংলগ্ন নয়ডায় ভয়ঙ্কর ঘটনা। বাড়িতে ঢুকে এক যুবতীর ছেলের গলায় ছুরি রেখে তাঁর নগ্ন ভিডিও করার অভিযোগ উঠল। পরেই সেই ভিডিও ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়।

শিউরে ওঠার মতো ঘটনা
শিউরে ওঠার মতো ঘটনা
নয়ডাঃ দিল্লি সংলগ্ন নয়ডায় ভয়ঙ্কর ঘটনা। বাড়িতে ঢুকে এক যুবতীর ছেলের গলায় ছুরি রেখে তাঁর নগ্ন ভিডিও করার অভিযোগ উঠল। পরেই সেই ভিডিও ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
শিশুটির সামনেই তার মাকে বিবস্ত্র করা হয় বলে অভিযোগ, তবে এখানেই শেষ নয় অভিযুক্ত যুবক মাসের পর মাস মহিলাকে ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে অত্যাচার করছিল। নির্যাতিতা মহিলা জানিয়েছেন যে অভিযুক্ত তার বাড়িতে দুধ দিতে আসত। পুলিশ জানিয়েছে, জুলাই মাসে এই ঘটনাটি ঘটেছে। দুমাসেরও বেশি সময় ধরে ওই ব্যক্তি যুবতীকে ব্ল্যাকমেল করত বলে অভিযোগ। তারপর ওই নির্যাতিতা ২ সেপ্টেম্বর জরুরি পুলিশ হেল্পলাইনে ফোন করে।
advertisement
ওই ব্যক্তি মহিলার কিছু ছবি অনলাইনে আপলোড করে এবং সেগুলি আহমেদাবাদে কর্মরত ওই মহিলার স্বামীর কাছেও পাঠিয়ে দেয়। পুলিশের মতে, গৌরব ১০ জুলাই মহিলার ফ্ল্যাটে আসে। এফআইআর-এ বলা হয়েছে যে বাড়িতে ঢুকতেই সে ছুরি বের করে এবং ঘুমন্ত তার ছেলের গলায় রাখে। মহিলা দাবি করেছেন যে গৌরব বিরোধিতা করলে ছেলেকে হত্যা করার হুমকি দেয় এবং ভিডিও রেকর্ড করতে করতে তাকে কাপড় খুলতে বাধ্য করে এবং ছবি তোলে।
advertisement
advertisement
মহিলা তার বিবৃতিতে বলেছেন, “যখন আমি অস্বীকার করি, তখন সে আমার সন্তানদের হত্যা করার হুমকি দেয়। সে বলে যে সে আমার মেয়েকে নালায় ফেলে দেবে। তাদের জীবনের ভয় থেকে আমি তার কথা মেনে নিই।” এরপর গৌরব তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। বারবার তার ফ্ল্যাটে গিয়ে তাকে পুলিশে না যাওয়ার সতর্কতা দেয়।
advertisement
পুলিশ জানিয়েছে, “ওর বিরুদ্ধে বিএনএস-এর ধারা ৭৬ (কাপড় খুলতে বাধ্য করার উদ্দেশ্যে আক্রমণ) এবং ৩৫১ (৩) (অপরাধমূলক হুমকি)-সহ আইটি অ্যাক্টের ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। তার ফোন জব্দ করা হয়েছে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Women news: পোশাক খোল না হলে... ঘরে ঢুকে ছেলের সামনে যুবতীকে বিবস্ত্র করে ভিডিও করল দুধ বিক্রেতা! ভাইরাল করার হুমকি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement