Bengal Bjp: দুর্গাপুজোয় সরকারি অনুদানের পাল্টা, এবার আর্থিক সাহায্যের ভাবনা বঙ্গ বিজেপির
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Bengal Bjp: বলা হয়েছে প্রতিটি ব্লকে অন্তত একটি পুজোয় নেতা-কর্মীদের প্রত্যক্ষভাবে যুক্ত থাকতে হবে। কিন্তু কাজটা যে সহজ নয় তা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছে বঙ্গ ব্রিগেড।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী , কলকাতা: পাখির চোখ চব্বিশ। ভোটপুজোয় জিততে দুর্গাপুজোয় মন পদ্মের! সরকারি অনুদানের পাল্টা এবার বিজেপিও দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ‘অনুদান’ দেওয়ার পথে। আসছে দুর্গাপুজো। বাঙালির প্রাণের উৎসব। ভোটপুজোয় জিততে দুর্গাপুজোয় মন বঙ্গ পদ্ম শিবিরের। বিজেপিও এবার অনুদানের পথে হাঁটতে চলেছে। বিজেপি সূত্রের খবর এমনটাই।
সূত্রের এও খবর, পুজো উদ্যোক্তাদের সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়ার ভাবনা চিন্তা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। বছর গড়ালেই চব্বিশের মহারণ। তার আগে এ বছর অক্টোবরে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। বিজেপি চাইছে পুজোকে হাতিয়ার করে জনসংযোগে জোর দিতে। ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গিয়েছে বিজেপির শারদীয়া নির্দেশ।
advertisement
advertisement
বলা হয়েছে প্রতিটি ব্লকে অন্তত একটি পুজোয় নেতা-কর্মীদের প্রত্যক্ষভাবে যুক্ত থাকতে হবে। কিন্তু কাজটা যে সহজ নয় তা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছে বঙ্গ ব্রিগেড। বাংলার বিজেপি নেতাদের যুক্তি, জেলা থেকে কলকাতা। বড় বড় পুজোগুলির সঙ্গে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা মন্ত্রীরা জড়িত। তার উপর রয়েছে রাজ্য সরকারের পুজোর অনুদান। এ বছর ক্লাবগুলি পাচ্ছে ৭০ হাজার টাকা করে অনুদান। এই অবস্থায় পাল্টা অনুদান দিয়ে পুজো কমিটিগুলিকে কাছে টানতে চাইছে পদ্ম শিবিরও।
advertisement
কারণ তারা ভালই জানে, দুর্গাপুজো মানেই বাঙালির চরম আবেগ। কিন্তু যে বিজেপি এতদিন রাজ্যের পুজো অনুদান নিয়ে রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে এসেছে, এবার তারাও একই পথে হাঁটলে সেটা কি দ্বিচারিতা হবে না? উঠছে প্রশ্ন। সব মিলিয়ে রাজ্যের পুজো গুলিতে যখন একচ্ছত্র আধিপত্য শাসকদলের নেতা মন্ত্রীদের, ঠিক তখনই এবার লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে বাংলার পুজোয় বিজেপির প্রভাব বাড়াতে পুজো উদ্যোক্তাদের আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে জনসংযোগ স্থাপনই মূল লক্ষ্য বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2023 8:08 AM IST