Gold Smuggling : মহিলার গোপনাঙ্গে ধাতব শব্দ! বনগাঁর সীমান্তে যা উদ্ধার হল, চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

Gold Smuggling News: আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রমণরত যাত্রীদের রুটিন চেকিংয়ের সময়, বিএসএফ মহিলা রক্ষীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একজন সন্দেহভাজন মহিলা যাত্রীকে থামায়।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: পেট্রাপোল সীমান্তে ৪৭ লক্ষ টাকার সোনার পেস্ট পাচারকারী এক মহিলা পাচারকারীকে আটক করেছে বিএসএফ। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের ১৪৫ নাম্বার ব্যাটালিয়ন, আইসিপি পেট্রাপোলের মহিলা জওয়ানরা, ৭৮১.৮৬ গ্রাম সোনার পেস্ট সহ একজন মহিলা পাচারকারীকে ধরেছিল, যা সে তার শরীরের গোপন অংশে লুকিয়ে রেখেছিল। বাংলাদেশ থেকে ভারতে এই সোনা আনার চেষ্টা করছিলেন ওই মহিলা। আটক সোনার আনুমানিক মূল্য ৪৬,৫৫,৯৭৬ টাকা।
আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রমণরত যাত্রীদের রুটিন চেকিংয়ের সময়, বিএসএফ মহিলা রক্ষীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একজন সন্দেহভাজন মহিলা যাত্রীকে থামায়। মহিলা জওয়ানরা হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর (এইচএইচএমডি) দিয়ে তাকে তল্লাশি করলে মেশিনটি মহিলা যাত্রীর শরীরে ধাতব পদার্থের উপস্থিতি নির্দেশ করে।
advertisement
advertisement
এর পরে, মহিলা জওয়ান যাত্রীকে মহিলা তল্লাশি রুমে নিয়ে যান আরও ভাল করে তল্লাশির জন্য। তল্লাশির সময় মহিলা যাত্রীর গোপনাঙ্গে ইনসুলেশন টেপ দিয়ে মোড়ানো সোনার পেস্টের একটি ড্রাম আকারের টুকরো পাওয়া যায়। এছাড়াও, তল্লাশির সময় মহিলা যাত্রীর লাগেজে আরও ২ টি ড্রাম আকারের সোনার পেস্ট পাওয়া যায়। জওয়ানরা মহিলা যাত্রীকে তার সোনাসহ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আসে।
advertisement
জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেয়। মহিলা যাত্রীটি মুম্বইয়ের বাসিন্দা৷ ওই মহিলা জানান, তিনি দুবাই ও কাতার থেকে কাপড়ের ব্যবসা করেন। বর্তমানে বাংলাদেশে তার ব্যবসা চলছে। ওই মহিলা জানান, বাংলাদেশ থেকে ভারতে আসার সময় বেনাপোলের বাসিন্দা আরশাদ নামে এক অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে। আরশাদ ওই নারীকে ইনসুলেশন টেপে মোড়ানো ড্রামের আকারে তিনটি সোনার পেস্ট নিতে বলেন। এই কাজটি সম্পন্ন করার জন্য তিনি মহিলাকে ১০,০০০/- টাকা দেওয়ার প্রস্তাব দেন। মহিলা এই কাজে রাজি হয়ে সোনা লুকিয়ে রাখেন। ভারতে আসার পর পেট্রাপোলের এক অজ্ঞাত ব্যক্তির কাছে এই সোনা তুলে দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু ভারতে পৌঁছে বিএসএফ তল্লাশির জন্য জওয়ানরা সোনাটি শনাক্ত করে বাজেয়াপ্ত করে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gold Smuggling : মহিলার গোপনাঙ্গে ধাতব শব্দ! বনগাঁর সীমান্তে যা উদ্ধার হল, চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement