Abhishek Banerjee Recruitment Scam: অভিষেক ইডি দফতরে যাওয়ার আগেই সাইকেলে হাজির এক ব্যক্তি! কে তিনি? করলেন বিস্ফোরক দাবি

Last Updated:

Abhishek Banerjee Recruitment Scam: এদিন ফের ইডির কাছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

ফের ইডি-র কাছে অভিষেক
ফের ইডি-র কাছে অভিষেক
কলকাতা: বুধবার সকাল ১১ টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জী স্ট্রিটের বাড়ির সামনে দিয়ে সাইকেল নিয়ে অর্জুন সর্দারকে যেতে দেখা গেল। তাঁর সাইকেলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদগার করা নানা অভিযোগ রয়েছে। তিনি অভিযোগ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে প্রমাণ ছাড়াই বারবার ডেকে হেনস্থা করা হচ্ছে।
তাই তিনি সাইকেলে নানা ধরনের প্রতীকী ছবি এবং লিখে বেরিয়েছেন রাস্তায়। তিনি কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে সচেতনতা আনতেই বেরিয়েছেন বলে দাবি তাঁর।
advertisement
এদিন ফের ইডির কাছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। বুধবার সকাল সাড়ে এগারোটার পরপরই ইডি দফতরে ঢোকেন অভিষেক। সূত্রের খবর, দুটি দফায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেককে। সর্বপ্রথম ইডির জিজ্ঞাসাবাদে তাপস মণ্ডলের বয়ানে বলেছিলেন, সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো মানিক ভট্টাচার্যের কাছে যেতেন। যেখানে ৩২৬ জনের লিস্ট দেওয়া হয়েছিল।
advertisement
প্রসঙ্গত, অভিষেককে এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছিল। আজ ইডি আধিকারিকরা বয়ান রেকর্ড করবেন। মূলত কালীঘাটের কাকু, কুন্তল ঘোষের চিঠিতে অভিষেকের নামের উল্লেখ, কালীঘাটের কাকুর সঙ্গে যোগ, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে আগেই ইডি তল্লাশি করে, সেখানে মেলা উল্লেখযোগ্য নথি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে যাঁদের বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই বয়ানের ভিত্তিতেও জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রে এমনটাই খবর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee Recruitment Scam: অভিষেক ইডি দফতরে যাওয়ার আগেই সাইকেলে হাজির এক ব্যক্তি! কে তিনি? করলেন বিস্ফোরক দাবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement