Babul Supriyo: দায়িত্ব 'কমতেই' সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট, তুমুল শোরগোল বাবুল সুপ্রিয়কে ঘিরে!

Last Updated:

Babul Supriyo: অপ্রচলিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুল সুপ্রিয়কে।

বাবুলের পোস্ট ঘিরে শোরগোল
বাবুলের পোস্ট ঘিরে শোরগোল
কলকাতা: রাজ্যের মন্ত্রিসভায় ফের রদবদলে শোরগোল। পর্যটন দফতর থেকে সরিয়ে দেওয়া হল বাবুল সুপ্রিয়কে। এর থেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর অপ্রচলিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দেওয়া হল বাবুলকে। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্বও রয়েছে বাবুলের হাতে। অন্যদিকে, বাবুলের পর্যটন দফতর দেওয়া হয়েছে ইন্দ্রনীল সেনকে। এরপরই এক্স হ্যান্ডেলে (ট্যুইটার) দীর্ঘ পোস্ট করেন বাবুল সুপ্রিয়।
লেখেন, ”এমন একটি পার্টিতে যেখানে আপনি আপনার সুপ্রিমোর কাছে নিজেকে প্রকাশ করতে পারেন, আপনি আনন্দের সঙ্গে এবং আন্তরিকভাবে যে কোনও নতুন দফতরে ‘রিনিউড এনার্জি’ নিয়ে কাজ করতে পারেন এবং সেটি হল ‘নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়’, এর থেকে ভাল হতে পারে না।
advertisement
advertisement
এরপরই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাবুল লেখেন, ”আইটি ও ইলেকট্রনিক্স দফতর ছাড়াও আধুনিক বিশ্বের আরেকটি অত্যন্ত ভবিষ্যতসম্পন্ন দফতরে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য তাঁর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।”
advertisement
কেন্দ্রে মন্ত্রী থাকাকালীন নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বাবুল সুপ্রিয় লেখেন, ”খুব গুরুত্বপূর্ণ, কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের একজন মন্ত্রী হিসাবে কাজ করার পরে, আমি সেখানে যে সমস্ত অভিজ্ঞতা সংগ্রহ করেছি, নতুন শক্তির এই ক্ষেত্রে সেই সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাতে পারি।”
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বাবুল সুপ্রিয় লেখেন, ”শান্তি ও নির্জনতার সঙ্গে কাজ করতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কাজের ক্ষেত্রে একজনের দক্ষতা বাড়ায়। আবারও ধন্যবাদ মাননীয় দিদি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।”
advertisement
আরও বেশ কিছু রদবদল এদিন হয়েছে। অরূপ রায়কে সমবায় দফতর থেকে সরিয়ে তাঁকে খাদ্য প্রক্রিয়াকরণের দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে সমবায় দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক বনদফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পাচ্ছে। বিপ্লব মিত্র আপাতত ক্রেতা সুরক্ষা দফতর আপাতত সামলাবেন। সূত্রের খবর, মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্তে অনুমোদনও দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo: দায়িত্ব 'কমতেই' সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট, তুমুল শোরগোল বাবুল সুপ্রিয়কে ঘিরে!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement