Abhishek Banerjee at Ed Office: হাতে নথি, একাধিক ব্যক্তির বয়ান, অভিষেকের সামনে কড়া প্রশ্নপত্র! খবর ইডি সূত্রে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Anup Chakraborty
Last Updated:
Abhishek Banerjee at Ed Office: তাপস মণ্ডলের কাছ থেকে কুন্তল ঘোষ টাকা তুলেছিল, সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। সেই তথ্য যাচাই করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বয়ান লিপিবদ্ধ করা হবে।
কলকাতা: ফের ইডির কাছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল সাড়ে এগারোটার পরপরই ইডি দফতরে ঢোকেন অভিষেক। সূত্রের খবর, দুটি দফায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেককে। সর্বপ্রথম ইডির জিজ্ঞাসাবাদে তাপস মণ্ডলের বয়ানে বলেছিলেন, সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো মানিক ভট্টাচার্যের কাছে যেতেন। যেখানে ৩২৬ জনের লিস্ট দেওয়া হয়েছিল।
তাপস মণ্ডলের কাছ থেকে কুন্তল ঘোষ টাকা তুলেছিল, সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। সেই তথ্য যাচাই করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বয়ান লিপিবদ্ধ করা হবে। সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্সের নাম নিয়েছিলেন জিজ্ঞাসাবাদে।
advertisement
advertisement
সেই জিজ্ঞাসাবাদে পরবর্তীতে ইডির অফিসিয়ালি প্রেস রিলিজ উল্লেখ করা হয়েছিল, লিপস অ্যান্ড বাউন্সের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি কি এখনও বর্তমানে সিইও পদে আছেন? নাকি সেই কোম্পানির সঙ্গে সমস্ত কাজ আগেই ছেড়ে দিয়েছেন? এই বিষয় নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। সর্বশেষ কুন্তল ঘোষের চিঠি বিতর্ক নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।
advertisement
প্রসঙ্গত, অভিষেককে এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছিল। আজ ইডি আধিকারিকরা বয়ান রেকর্ড করবেন। মূলত কালীঘাটের কাকু, কুন্তল ঘোষের চিঠিতে অভিষেকের নামের উল্লেখ, কালীঘাটের কাকুর সঙ্গে যোগ, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে আগেই ইডি তল্লাশি করে, সেখানে মেলা উল্লেখযোগ্য নথি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে যাঁদের বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই বয়ানের ভিত্তিতেও জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রে এমনটাই খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2023 1:05 PM IST