Bengal Bjp: দলের ক্ষতি হচ্ছে, কারণ কি দিলীপ-সুকান্তদের সংঘাত? সন্তোষের অসন্তোষে BJP-তে শোরগোল

Last Updated:

Bengal Bjp: বিএল সন্তোষ যখন রাজ্য নেতৃত্বকে এই বার্তা দিচ্ছেন, তখন রাজ্য সফরে স্বয়ং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। দলকে সংঘবদ্ধ করতে নাড্ডাও একাধিক টোটকা দিয়েছেন সুকান্ত মজুমদারদের।

বিজেপিতে শোরগোল
বিজেপিতে শোরগোল
#কলকাতা: ক্ষমতায় আসার সম্ভাবনা থাকলেও তা দিনের আলো দেখেনি। ২০০ আসনের স্বপ্ন দেখে বাংলায় বিজেপি এখন বিরোধী আসনে। কিন্তু একুশের বিধানসভা ভোটের পর থেকেই বঙ্গ বিজেপিতে সংঘাতের সুর। নীচু তলা থেকে একদম রাজ্য নেতৃত্বের উপরতলা, বিজেপি-তে এখন কেবলই দ্বন্দ্ব, এমনটাই মত রাজনৈতিক মহলের। কেন্দ্রীয় নেতৃত্বের বারবার বার্তা সত্বেও সেই সংঘাত মেটেনি। এবার তাই রাজ্য নেতৃত্বকে আরও কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষ। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের রীতিমতো কড়া বার্তা দিলেন তিনি।
কী বললেন সন্তোষ? সূত্রের খবর, দলীয় বৈঠকে সন্তোষ বলেন, ''সন্দেহ করে দল চলে না। কে কবে দল ছাড়বে, সেটা ধরে নিয়ে তাকে কমিটিতে রাখব না, কাজ দেব না, এটা হতে পারে না। ছোট হোক আর বড় হোক, নেতা কর্মীর ওপর নেতৃত্বকে আস্থা রাখতে হবে। বিশ্বাসটাই আসল।
সবাইকে নিয়ে চলতে হবে।''
advertisement
advertisement
এখানেই শেষ নয়, সন্তোষের বার্তা, ''কেউ ব্রাত্য নয়। কেউ যখন দল ছেড়ে যায়, আমার কষ্ট হয়। আমি এক মিনিট ভাবি। আমার কি কোন ভুল হল? আমি কি তাকে ঠিক বোঝাতে পারিনি? আমি মনে করি, এটা আমার ব্যার্থতা। সকলকে নিয়ে চলতে যদি না পারো, তাহলে তুমি কীসের নেতা?'' রাজনৈতিক মহলের মতে, সন্তোষের তোপের নিশানা আসলে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা।
advertisement
সন্তোষ যখন রাজ্য নেতৃত্বকে এই বার্তা দিচ্ছেন, তখন রাজ্য সফরে স্বয়ং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। দলকে সংঘবদ্ধ করতে নাড্ডাও একাধিক টোটকা দিয়েছেন সুকান্তদের। এরই মধ্যে বি এল সন্তোষের বার্তা, ''রাজ্য নেতৃত্বের মধ্যে সমন্বয় আরো বাড়াতে হবে। উপর তলায় একজন আরেকজনের বিরুদ্ধে বলা বন্ধ করা দরকার। এতে দলের সংগঠনের ক্ষতি হচ্ছে।''
advertisement
প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ-সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জেপি নাড্ডাও। সেই বৈঠকেই রাজ্য নেতৃত্বকে তিনি বার্তা দেন, ''মানুষের পাশে থাকতে হবে। মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। মতাদর্শগত সংগ্রাম থাকবে। কিন্তু, বেশি গুরুত্ব দিতে হবে মানুষের দাবিকে। বর্তমান সরকারের দূর্নীতি ও বঞ্চনা নিয়ে আম আদমির মধ্যে যে ক্ষোভ রয়েছে, তাকে গুরুত্ব দিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে। কেন্দ্র বা কেউ উপর থেকে এসে রাজ্যে পরিবর্তন করে দেবে না। লড়াই, আন্দোলন করেই রাজ্যে দলকে এগোতে হবে।''
advertisement
বিধানসভা ভোটের ব্যর্থতার দগদগে ক্ষত। দলের শীর্ষস্তরে নেতাদের প্রকাশ্যে চলে আসা দ্বন্দ্ব। তার উপর একের পর এক নেতার পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে ঘর ওয়াপসি। কিছুটা আগোছালো অবস্থায় যখন বঙ্গ বিজেপি, সেই সময়েই গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জগত্‍ প্রকাশ নাড্ডাও দলীয় নেতৃত্বকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও লড়াইয়ের বার্তাই ছিল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: দলের ক্ষতি হচ্ছে, কারণ কি দিলীপ-সুকান্তদের সংঘাত? সন্তোষের অসন্তোষে BJP-তে শোরগোল
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement