Roddur Roy: এক কথাতেই 'তেজ' বোঝালেন রোদ্দুর, কলকাতায় পা রেখেই বিস্ফোরক মন্তব্য! যা বললেন...

Last Updated:

Roddur Roy: হেয়ারস্ট্রিট থানার সাইবার সেলের পুলিশ ইউটিউবারকে গোয়া থেকে গ্রেফতার করে। বুধবার রাতে কলকাতায় নেমেই সংবাদমাধ্যমের সামনে তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, 'কিপ ডিসট্যান্স। ডোন্ট টাচ মি।'

গ্রেফতার রোদ্দুর
গ্রেফতার রোদ্দুর
#কলকাতা: সোশ্য়াল মিডিয়ায় লাইভে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অকথ্য ও কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন লেখক তথা ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy)। হেয়ার স্ট্রিট থানা সহ আরও বেশ কয়েকটি থানায় এরপরই রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। শেষমেশ মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। এরপরই বুধবার রাতে তাঁকে কলকাতায় আনা হয়। রোদ্দুর রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য় ধারায় একাধিক মামলা করা হয়েছে।
হেয়ারস্ট্রিট থানার সাইবার সেলের পুলিশ ইউটিউবারকে গোয়া থেকে গ্রেফতার করে। বুধবার রাতে কলকাতায় নেমেই সংবাদমাধ্যমের সামনে তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, 'কিপ ডিসট্যান্স। ডোন্ট টাচ মি।' সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তরও তিনি দেননি। মহিলাদের অসম্মান, অশান্তিতে উস্কানি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা রুজু রয়েছে রোদ্দুরের বিরুদ্ধে। আজ আদালতে তোলা হবে রোদ্দুর রায়কে।
advertisement
advertisement
ঘটনার সূত্রপাত নজরুল মঞ্চে কেকে-র শো ও তারপর গায়কের মৃত্যু নিয়ে। নজরুল মঞ্চে শোয়ের পরেই অসুস্থ হয়ে পড়েন কেকে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় তাঁর। নজরুল মঞ্চে সেদিন কেকে-র শো দেখতে মাত্রাতিরিক্ত মানুষ ভিড় করে। ৭০০০ মানুষের ভিড় এবং তার উপর এসিও বন্ধ ছিল দীর্ঘক্ষণ, এমনই অভিযোগ উঠেছে। বিভিন্ন গাফিলতি নিয়েও প্রশ্ন ওঠে। এরপরই ফেসবুক লাইভে এসে এমন বিশৃঙ্খলা তৈরির জন্য় পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তোলেন রোদ্দুর রায়। এখানেই শেষ নয়। মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ও ফিরহাদ হাকিমকেও কুরুচিকর ভাষায় আক্রমণ করেন তিনি।
advertisement
গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব্য়কে ঘিরেও তিনি বেশ কিছু কথা বলেন। সেই লাইভ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর পরেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়। আর কলকাতায় নেমেই রোদ্দুর বুঝিয়ে দিলেন, তিনি দমে যাওয়ার বান্দা নন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Roddur Roy: এক কথাতেই 'তেজ' বোঝালেন রোদ্দুর, কলকাতায় পা রেখেই বিস্ফোরক মন্তব্য! যা বললেন...
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement