Baranagar-Barrackpore Metro Rail: এ বার বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত দৌড়বে মেট্রো? সিদ্ধান্ত জানাবে যাদবপুর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Baranagar-Barrackpore Metro Rail:জলের লাইন সরিয়ে কাজ করা সম্ভব ছিল না বলে জানিয়েছিলেন রেল ইঞ্জিনিয়াররা।বিকল্প রুটের সন্ধান করা হলেও, তা লাভজনক হবে না বলে সমীক্ষায় উঠে এসেছিল।
কলকাতা : বিধানসভা নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলের ভোট নজরে কেন্দ্রের। তাই থমকে থাকা বরাহনগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে নজর দিল কেন্দ্র।তবে প্রতি রেল বাজেটেই স্বল্প হলেও এই মেট্রো প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়ে আসছে।বরাহনগর থেকে বি টি রোড ধরে এই প্রকল্প ব্যারাকপুর যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল।কিন্তু সমস্যা ছিল মাটির নীচে জলের লাইন।জলের লাইন সরিয়ে কাজ করা সম্ভব ছিল না বলে জানিয়েছিলেন রেল ইঞ্জিনিয়াররা।বিকল্প রুটের সন্ধান করা হলেও, তা লাভজনক হবে না বলে সমীক্ষায় উঠে এসেছিল।
ব্যারাকপুরের সাংসদের রেলমন্ত্রীকে লেখা চিঠি ঘিরে ফের প্রকল্প নিয়ে চর্চা শুরু হয়।নির্মাণকারী বিভাগের অবশ্য বক্তব্য, বর্তমানে আধুনিক প্রযুক্তি এসেছে। ফলে জলের পাইপ লাইন সরিয়ে কাজ করে তা আবার পুনঃস্থাপন করতে সময় লাগবে না।কিন্তু এই কাজ করতে গিয়ে যদিও কোথাও কোনও সমস্যা তৈরি হয়, তাহলে পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে কলকাতায় জল সরবরাহ। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ফের এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পে বরাহনগর-ব্যারাকপুর পিঙ্ক লাইনটি মোট সাড়ে বারো কিলোমিটারের। বরানগর থেকে শুরু হওয়ার পর, এই লাইনের প্রস্তাবিত স্টেশনগুলি হল কৃষ্ণকলি (কামারহাটি), আচার্য প্রফুল্ল চন্দ্র (আগরপাড়া). গান্ধী আশ্রম (সোদপুর), শরৎচন্দ্র (পানিহাটি), সুভাষ নগর, ঋষি বঙ্কিম (খড়দা), ড. রাজেন্দ্র প্রসাদ (টাটা গেট), শাহ নওয়াজ খান (টিটাগড়), অনুকূল ঠাকুর (তালপুকুর) এবং মঙ্গল পান্ডে (ব্যারাকপুর)।
advertisement

advertisement
আরও পড়ুন : যাত্রীদের জন্য সুখবর! সোমবার থেকে দিনরাতের ব্যস্ত সময়ে নোয়াপাড়া-কবি সুভাষ রুটে বাড়তি মেট্রো! জানুন সময়সূচি
আগের প্রকল্প অনুযায়ী, লাইনটি বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত চলবে, যার দৈর্ঘ্য ১২.৫০ কিমি (৭.৭৭ মাইল)।বি টি রোড ধরে বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেল প্রকল্প তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় ২০১০ সালে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য বরাদ্দ করে ২০৬৯ কোটি টাকা।ওই রাস্তায় দু’টি পুরনো পাইপলাইন সরিয়ে ৬৪ ইঞ্চির দু’টি নতুন পাইপ বসানোর জন্য কলকাতা পুরসভা এবং রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর মধ্যে একটি চুক্তি হয়।বি টি রোডের নীচ দিয়ে টালা-পলতা জলপ্রকল্পের ছ’টি পাইপলাইন গিয়েছে।এই পাইপলাইন সরানোর কাজেই আটকে আছে এই মেট্রো প্রকল্প।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2025 9:10 AM IST