Kolkata Metro: যাত্রীদের জন্য সুখবর! সোমবার থেকে দিনরাতের ব্যস্ত সময়ে নোয়াপাড়া-কবি সুভাষ রুটে বাড়তি মেট্রো! জানুন সময়সূচি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Noapara-Kavi Subhash Metro Rail Services: বাড়তি ৭ টি আপ এবং ৭ টি ডাউন ট্রেনের এই সুবিধে থাকবে সকাল ৯ থেকে ১১ এবং বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত। আপাতত ট্রায়াল বেসিসে শুরু হচ্ছে এই পরিষেবা। কর্তৃপক্ষের আশা, তাঁদের এই পদক্ষেপে সুবিধে হবে মেট্রো যাত্রীদের।
কলকাতা : নোয়াপাড়া-কবি সুভাষ রুটে মেট্রো পরিষেবায় এ বার বাড়তি ট্রেন। সোমবার থেকে সকালে ও সন্ধ্যায় দিনের ব্যস্ত সময়ে এই পরিষেবার সুবিধে পাবেন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে এ বার থেকে সপ্তাহে ৬ দিন (সোমবার-শনিবার) ব্লু লাইন মেট্রোয় ১৪ টি ট্রেন বেশি চলবে। বাড়তি ৭ টি আপ এবং ৭ টি ডাউন ট্রেনের এই সুবিধে থাকবে সকাল ৯ থেকে ১১ এবং বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত। আপাতত ট্রায়াল বেসিসে শুরু হচ্ছে এই পরিষেবা। কর্তৃপক্ষের আশা, তাঁদের এই পদক্ষেপে সুবিধে হবে মেট্রো যাত্রীদের। বাড়তি ট্রেন চলতে শুরু করলে সকাল ৯ থেকে ১১ এবং বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত ব্যস্ত সময়ে নোয়াপাড়া-কবি সুভাষ রুটে মেট্রো রেল পাওয়া যাবে প্রতি ৬ মিনিট অন্তর।
পাশাপাশি এই রুটে মেট্রোর বাকি পরিষেবা প্রায় আগের মতোই থাকছে। এক নজরে দেখে নিন সেই অপরিবর্তিত পরিষেবা-
প্রথম ট্রেন-
advertisement
সকাল ৬.৫০-নোয়াপাড়া থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)
সকাল ৬.৫০-কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)
সকাল ৬.৫৫- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)
সকাল ৬.৫৫- মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)
advertisement
আরও পড়ুন : ১ মাসে ১০ লক্ষেরও বেশি…! অভিনব রেকর্ডের পালক ১৫০ বছরের আলিপুর চিড়িয়াখানার মুকুটে
শেষ ট্রেন-
রাত ৯.৩০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)
রাত ৯.২৮- দক্ষিণেশ্বর-কবি সুভাষ (৯.৩৩-এর পরিবর্তে)
রাত ৯.৪০- কবি সুভাষ-দমদম (অপরিবর্তিত)
এই রুটে রাতের বিশেষ মেট্রো পরিষেবায় (স্পেশাল নাইট মেট্রো সার্ভিসেস) কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত ট্রেন থাকবে রাত ১০.৪০ মিনিটে। এই পরিষেবা পাওয়া যাবে সপ্তাহে ৫ দিন, সোম থেকে শুক্রবার পর্যন্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2025 12:05 AM IST