Alipore Zoo Record: ১ মাসে ১০ লক্ষেরও বেশি...! অভিনব রেকর্ডের পালক ১৫০ বছরের আলিপুর চিড়িয়াখানার মুকুটে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Alipore Zoo Record:জন্মদিন উপলক্ষে উপহার দেওয়া হয়েছে নতুন ফটক। কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, সার্ধশতবর্ষ উপলক্ষে চিড়িয়াখানায় আনা হয়েছে আরও কিছু প্রাণী। রয়েছে একাধিক পরিকল্পনাও।
কলকাতা: দেড় শতক পূর্তির বছরেই মাইলফলকের সামনে আলিপুর চিড়িয়াখানা। গত এক বছরে ডিসেম্বরে চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা বেড়েছে ২ লক্ষেরও বেশি। এ বছর শীতের মরশুমে রেকর্ড ভিড় হয়েছে এই প্রাচীন পশুশালায়। কর্তৃপক্ষের দাবি, এর আগে কোনও বছরের ডিসেম্বরে এত ভিড় হয়নি। প্রসঙ্গত গত মাসে ২ লক্ষ ২০ হাজার দর্শক এখানে বেশি এসেছেন বলে চিড়িয়াখানার সূত্রে খবর। ২০২৩-এর ডিসেম্বর মাসে ৮,১২,২৩৬ জন দর্শনার্থী এসেছিলেন আলিপুর চিড়িয়াখানায়।
২০২৪-এর ডিসেম্বরে সেই সংখ্যা পৌঁছেছে ১০ লক্ষ ৩৩ হাজার ৮০০-তে।
টিকিট বিক্রিতে অনলাইন বন্দোবস্তের জেরেই এই রেকর্ড সংখ্যক দর্শনার্থীর আগমন হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। অনলাইন টিকিট, ক্যাশলেস ইউপিআই পেমেন্টের পাশাপাশি খোলা ছিল ২৮ টি টিকিট কাউন্টার। ফলে অনলাইন এবং অফলাইন-দু’ রকম ব্যবস্থাতেই বিক্রি হয়েছে পর্যাপ্ত টিকিট। প্রসঙ্গত ১৮৭৫ সালের ২৪ সেপ্টেম্বর আলিপুরে তৈরি হয় চিড়িয়াখানা।গত বছর সেপ্টেম্বরে দেড়শো বছরে পা দিয়েছে আলিপুর চিড়িয়াখানা। জন্মদিন উপলক্ষে উপহার দেওয়া হয়েছে নতুন ফটক। কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, সার্ধশতবর্ষ উপলক্ষে চিড়িয়াখানায় আনা হয়েছে আরও কিছু প্রাণী। রয়েছে একাধিক পরিকল্পনাও।
advertisement
advertisement
আরও পড়ুন : লকার থেকে উধাও দেড় কোটির গয়না! পার্ক স্ট্রিটের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিরাট কাণ্ড, গ্রেফতার মহিলা কর্মী সহ ২
সার্ধশতবর্ষে ভোলবদল হয়েছে প্রধান ফটকের। প্রায় দোতলা সমান উঁচু ফটকের শীর্ষে থাকছে হাতির মাথার প্রতিকৃতি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, সাপ এবং পাখিদের খাঁচা নিয়েও বিশেষ পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, সার্ধ শতবর্ষ উপলক্ষে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি চলবে চিড়িয়াখানায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2025 10:53 PM IST