Babul Supriyo to submit Resignation| আসানসোলে উপনির্বাচন হলে তৃণমূলের প্রার্থী তিনি? যে জল্পনা উস্কে দিলেন বাবুল

Last Updated:

Babul Supriyo to submit Resignation| সচিবালয় সূত্রেও খবর বাবুলকে ১৯ অক্টোবর সকালে সময় দেওয়া হয়েছে।

ইস্তফা কালই, বাবুলের পরের ইনিংস নিয়ে জল্পনা।
ইস্তফা কালই, বাবুলের পরের ইনিংস নিয়ে জল্পনা।
#কলকাতা: এর আগে একাধিকবার চিঠি লিখেও স্পিকারের সময় পাননি। অবশেষে স্পিকারের সময় পেলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo to submit Resignation)। বাবুল নিজেই ট্যুইটারে সে কথা লিখেছেন। অন্য দিকে সচিবালয় সূত্রেও খবর বাবুলকে ১৯ অক্টোবর সকালে সময় দেওয়া হয়েছে। অর্থাৎ বহু টালবাহানার পরে আগামীকালই ইস্তফা দিতে পারেন বাবুল।
বাবুল আজ ট্যুইটারে লেখেন, "স্পিকার ওম বিড়লাকে আমি শ্রদ্ধা জানাই আমাকে আগামী কাল সকাল ১১টার সময় তিনি সময় দিয়েছেন তাই। আমি তাঁর হাতে ইস্তফাপত্র জমা দেবো। আমি এর পর থেকে বিজেপি সাংসদ হিসেবে কোনও অর্থ বা অন্য কোনও সুযোগ সুবিধে নেবো না। আমি আর বিজেপির অংশ নই, যে বিজেপির জন্য আমি একটি আসনে জয়লাভ করেছিলাম। আমার মধ্যে যদি কিছু থেকে থাকে তবে আমি আবার জয়লাভ করব।"
advertisement
advertisement
advertisement
২০১৪ সালে লোকসভায় জায়গা হয় বাবুলের। এর পর ২০১৯, বাবুল এরপর জেতেন ব্যবধান আরও বাড়িয়ে। বাবুলের যুক্তি ছিল, মানুষ প্রথমবার স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছিল। পরের বার ভোট এসেছিল কাজ দেখে। আর এই কারণেই বাবুলের নতুন এই টিপ্পনি ইঙ্গিতবাহী। বাবুল পদ ছাড়লে আসানসোলের এই কেন্দ্রে উপনির্বাচন হবে কিছুদিনের মধ্যেই। সেক্ষেত্রে কি বাবুলই জোড়াফুলের পতাকায় প্রার্থী হবেন? সেই সম্ভাবনাই কি তিনি উস্কে দিলেন, 'আমি আবার জয়লাভ করব' বলে?
advertisement
প্রসঙ্গত বাবুলকে দলে টেনে অভিষেক নিজেই বলেছিলেন, বিধায়ক-সাংসদরা দলে আসতে চাইলে পদত্যাগ করিয়ে নিয়ে আসবেন। এবং নতুন করে তাঁরা জিতবেন। বাবুল সে পথেই হেঁটেছেন, প্রথম থেকেই ইস্তফার জন্য স্পিকারের সময় প্রার্থনা করে এসেছেন।
ইতিমধ্যে তৃণমূলে অনেকটাই স্বচ্ছন্দ্যবোধ করতে শুরু করেছেন বাবুল। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নচিকেতা ইন্দ্রনীল সেনদের সঙ্গে একমঞ্চে ডেকে নিয়েছেন। তবে বাবুল কেন তারকা প্রচারকের তালিকায় বাবুল ডাক পেলেন না তা নিয়ে নানা জল্পনা ছিল। বাবুলের ঘনিষ্ঠমহলের মত, বাবুলের সাংসদ পদ খারিজ না হওয়া পর্যন্ত বাবুল এবং তৃণমূল উভয়েই অপেক্ষা করতে চাইছিল। আপাতত সেই অপেক্ষার অবসান হতে চলেছে। এখন দেখার বাবুলকে কতটা জায়গা দেয় তৃণমূল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo to submit Resignation| আসানসোলে উপনির্বাচন হলে তৃণমূলের প্রার্থী তিনি? যে জল্পনা উস্কে দিলেন বাবুল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement