Babul Supriyo on Ballygunge bye election: টালিগঞ্জে তিক্ত স্মৃতি, হাসি ফোটাবে বালিগঞ্জ? ফল ঘোষণার আগে একটাই চিন্তা বাবুলের

Last Updated:

গত ১২ এপ্রিল হওয়া বালিগঞ্জের উপনির্বাচনে মাত্র ৪১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল৷

বাবুল সুপ্রিয়৷
বাবুল সুপ্রিয়৷
#কলকাতা: ২০২১-এ টালিগঞ্জের বিধানসভা নির্বাচনে হারতে হয়েছিল৷ তার পর থেকেই বিজেপি-র সঙ্গে দূরত্বের শুরু৷ সেই বাবুল সুপ্রিয়র মুখে কি হাসি ফোটাতে পারবে বালিগঞ্জ? উত্তর মিলবে আজই৷ কিন্তু ভোটের ফল প্রকাশের সকালে একটি বিষয়ই চিন্তায় রাখছে তৃণমূল প্রার্থীকে৷ তা হল বালিগঞ্জের উপনির্বাচনে কম ভোটদানের হার৷
গত ১২ এপ্রিল হওয়া বালিগঞ্জের উপনির্বাচনে মাত্র ৪১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল৷ যে কারণে বাবুল সুপ্রিয় নিজেও স্বীকার করে নিচ্ছেন, জয়ের বিষয়ে তিনি নিশ্চিত৷ কিন্তু ভোটদানের হার কম হওয়ার কারণে জয়ের ব্যবধান অনেকটাই কমবে৷
advertisement
এমনিতে বালিগঞ্জ তৃণমূলের শক্ত ঘাঁটি৷ গত বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে হাসতে হাসতে জিতেছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ তাঁর প্রয়াণেই বালিগঞ্জে উপনির্বাচন হয়েছে৷
advertisement
ভোটের ফল প্রকাশের আগে বাবুল বলেছেন, 'ভোট খুব কম পড়েছে৷ স্বাভাবিক ভাবেই জয়ের ব্যবধান কমবে৷ কিন্তু বিশেষজ্ঞরাও যা বলছেন, তাতে আমারই জেতা উচিত৷ তাছাড়া কম ভোট পড়ায় বিরোধীরা ছাপ্পা ভোটের যে অভিযোগ তোলে, সেটা অন্তত তারা আর তুলতে পারবে না৷ কারণ ছাপ্পা ভোট হলে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়ত৷'
advertisement
শুধু বালিগঞ্জ নয়, বাবুলের পরীক্ষা হয়তো আসানসোলেও৷ কারণ সেখানেও আজ উপনির্বাচনের ফল ঘোষণা হবে৷ আসানসোলের সাংসদ ছিলেন বাবুল৷ এই আসনটি বিজেপি-র থেকে তৃণমূল ছিনিয়ে নিতে পারলেও তা বাবুলের পক্ষেই যাবে৷ কারণ তখন তৃণমূল শিবিরও বলতে পারবে যে, বাবুলের ভাল কাজের সুফলই আসানসোলে পেয়েছে দল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo on Ballygunge bye election: টালিগঞ্জে তিক্ত স্মৃতি, হাসি ফোটাবে বালিগঞ্জ? ফল ঘোষণার আগে একটাই চিন্তা বাবুলের
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement