Babul Supriyo on Ballygunge bye election: টালিগঞ্জে তিক্ত স্মৃতি, হাসি ফোটাবে বালিগঞ্জ? ফল ঘোষণার আগে একটাই চিন্তা বাবুলের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত ১২ এপ্রিল হওয়া বালিগঞ্জের উপনির্বাচনে মাত্র ৪১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল৷
#কলকাতা: ২০২১-এ টালিগঞ্জের বিধানসভা নির্বাচনে হারতে হয়েছিল৷ তার পর থেকেই বিজেপি-র সঙ্গে দূরত্বের শুরু৷ সেই বাবুল সুপ্রিয়র মুখে কি হাসি ফোটাতে পারবে বালিগঞ্জ? উত্তর মিলবে আজই৷ কিন্তু ভোটের ফল প্রকাশের সকালে একটি বিষয়ই চিন্তায় রাখছে তৃণমূল প্রার্থীকে৷ তা হল বালিগঞ্জের উপনির্বাচনে কম ভোটদানের হার৷
গত ১২ এপ্রিল হওয়া বালিগঞ্জের উপনির্বাচনে মাত্র ৪১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল৷ যে কারণে বাবুল সুপ্রিয় নিজেও স্বীকার করে নিচ্ছেন, জয়ের বিষয়ে তিনি নিশ্চিত৷ কিন্তু ভোটদানের হার কম হওয়ার কারণে জয়ের ব্যবধান অনেকটাই কমবে৷
advertisement
এমনিতে বালিগঞ্জ তৃণমূলের শক্ত ঘাঁটি৷ গত বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে হাসতে হাসতে জিতেছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ তাঁর প্রয়াণেই বালিগঞ্জে উপনির্বাচন হয়েছে৷
advertisement
ভোটের ফল প্রকাশের আগে বাবুল বলেছেন, 'ভোট খুব কম পড়েছে৷ স্বাভাবিক ভাবেই জয়ের ব্যবধান কমবে৷ কিন্তু বিশেষজ্ঞরাও যা বলছেন, তাতে আমারই জেতা উচিত৷ তাছাড়া কম ভোট পড়ায় বিরোধীরা ছাপ্পা ভোটের যে অভিযোগ তোলে, সেটা অন্তত তারা আর তুলতে পারবে না৷ কারণ ছাপ্পা ভোট হলে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়ত৷'
advertisement
শুধু বালিগঞ্জ নয়, বাবুলের পরীক্ষা হয়তো আসানসোলেও৷ কারণ সেখানেও আজ উপনির্বাচনের ফল ঘোষণা হবে৷ আসানসোলের সাংসদ ছিলেন বাবুল৷ এই আসনটি বিজেপি-র থেকে তৃণমূল ছিনিয়ে নিতে পারলেও তা বাবুলের পক্ষেই যাবে৷ কারণ তখন তৃণমূল শিবিরও বলতে পারবে যে, বাবুলের ভাল কাজের সুফলই আসানসোলে পেয়েছে দল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 16, 2022 8:18 AM IST