কলকাতা: ইডির হাত থেকে বাঁচতে এ বার নতুন পরিকল্পনা অয়ন শীলের৷ ফ্ল্যাটের মালিকানা নিয়ে সুকৌশলী পদক্ষেপ অয়নের৷ এর আগে চুঁচুড়ায় এবিএস টাওয়ারের ৩৭টি ফ্ল্যাটের মধ্যে ৩৫টি বিক্রি হয়ে গেছে বলে ইডি জেরায় দাবি করেছিলেন তিনি৷ ইডি সূত্রে দাবি, ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে বলে দাবি করলেও ২০টির বেশি ফ্ল্যাটের কোনও সেল ডিড বা এগ্রিংমেন্ট দেখাতে পারেননি অয়ন শীল
ইডির আরও দাবি, তারই সংস্থায় কর্মরতদের বয়ানে জানা গিয়েছে বিক্রি হয়নি ফ্ল্যাটগুলো৷ শুধুমাত্র ইডির অ্যাটাচমেন্ট থেকে বাঁচাতে অয়ন দাবি করেছিলেন ফ্ল্যাটগুলো বিক্রি হয়েছে৷ এ ছাড়াও অয়নের শুনানি চলাকালীন আদালতে ইডি দাবি করেছে, ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে আর্থিক লেনদেনে।
আরও পড়ুন - '৬০ দিন ছাড়ুন, রাস্তায় আমাদের মতো তাঁবু খাটিয়ে ৬ দিন থাকুন!' চ্যালেঞ্জ অভিষেকের
আরও পড়ুন - শুভেন্দুর সঙ্গে হোটেলে গোপন বৈঠক চার তৃণমূল নেতার? পোস্টারে ছয়লাপ তমলুক
৪৫ কোটি টাকা তোলা হয়েছে হাজার হাজার চাকরি প্রার্থীর কাছে থেকে। ২০টি নামে ও বেনামে ফ্ল্যাট কেনা হয়েছে কলকাতা, দিল্লি মিলিয়ে। কেনা হয়েছে পাঁচটির বেশি গাড়ি৷ এ দিনের শুনানীর পর ৮ মে পর্যন্ত অয়নকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷
একের পর এক দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। নেতা থেকে মন্ত্রী নাম জড়িয়েছে বহু হেভিওয়েটের। টানা ৩৭ ঘণ্টা ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর মার্চ মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন অয়ন শীল।
প্রোমোটার ও প্রযোজক অয়নের গ্রেফতারির পর থেকেই বঙ্গের নিয়োগ মামলার মোড় ঘুরেছে একের পর এক। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নয় পুরসভার নিয়োগেও দুর্নীতি চলেছে নাগাড়ে। এমনটাই উঠে আসছে তদন্তে। ইতিমধ্যেই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর করেছে সিবিআই। হাই কোর্টের নির্দেশের পর আলিপুর আদালতে এফএইআর জমা পরে। অয়ন শীলের নামও তাতে যুক্ত রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayan Sil