Ayan Sil || Scam Big Update: ২০০ কোটি টাকার দুর্নীতি...! অয়ন শীল তদন্তে এবার 'হেভিওয়েট' যোগ! পুরসভা কাণ্ডে বিরাট পর্দাফাঁস ইডির
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ayan Sil || Scam Big Update: টানা ৩৭ ঘণ্টা ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর মার্চ মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন অয়ন শীল। প্রোমোটার ও প্রযোজক অয়নের গ্রেফতারির পর থেকেই বঙ্গের নিয়োগ মামলার মোড় ঘুরেছে একের পর এক।
কলকাতা: একের পর এক দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। নেতা থেকে মন্ত্রী নাম জড়িয়েছে বহু হেভিওয়েটের। টানা ৩৭ ঘণ্টা ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর মার্চ মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন অয়ন শীল। প্রোমোটার ও প্রযোজক অয়নের গ্রেফতারির পর থেকেই বঙ্গের নিয়োগ মামলার মোড় ঘুরেছে একের পর এক। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নয় পুরসভার নিয়োগেও দুর্নীতি চলেছে নাগাড়ে। এমনটাই উঠে আসছে তদন্তে। ইতিমধ্যেই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর করেছে সিবিআই। হাই কোর্টের নির্দেশের পর আলিপুর আদালতে এফএইআর জমা পরে। অয়ন শীলের নামও তাতে যুক্ত রয়েছে।
ইডি সূত্রে খবর, সম্প্রতি অয়নের আরও বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। আপাতত যত দূর জানা গিয়েছে, অয়ন শীলের মোট ষোলোটি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি গত সপ্তাহেই আরও আটটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে বলে দাবি তদন্তকারীরাদের। অন্যদিকে, অয়ন মামলায় এবার ইডির স্ক্যানারে ইমন গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই তাকে তলব করতে চলেছে ইডি খবর এমনটাই। জানা গিয়েছে, ইমন অয়নের ছেলে অভিষেকের ব্যবসার সঙ্গে যুক্ত। সেই সূত্র ধরেই তাকে আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
এদিকে অয়নের বিধাননগরের অফিসে তল্লাশি চালিয়ে যে নথি উদ্ধার হয়েছে তাতে অন্তত ৬০টি পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছে বলে স্পষ্ট। এর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার দমদম ও বারকপুর শিল্পাঞ্চলের প্রায় সমস্ত পুরসভা। অত্যন্ত প্রভাবশালীদের মদতে এই দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ইডি। চাকরি দেওয়ার নাম করে অয়ন শীল বাজার থেকে প্রায় ২০০ কোটি টাকা তুলেছেন বলে দাবি ইডির।
advertisement
পুরসভা নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে সোমবারই FIR দায়ের করেছে সিবিআই। সেকথা আদালতকে জানিয়েছেন তদন্তকারীরা। অয়নের সম্পত্তির ব্যাপারে জানতে তাঁর ছেলে অভিষেকের বন্ধবী ইমন বন্দ্যোধ্যায়কে ডেকে পাঠিয়েছে সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 11:45 AM IST