Abhishek Banerjee || BJP: 'সবই ব্যর্থ হবে'! অভিষেকের জনসংযোগ যাত্রাকে 'তাবু' কটাক্ষ বিজেপির!

Last Updated:

Abhishek Banerjee || BJP: 'মানুষ তৃণমূলের কাছে আর কোনও রাজনীতি প্রত্যাশা করে না'। বলছে পদ্ম শিবির। 

অভিষেককে তীব্র কটাক্ষ!
অভিষেককে তীব্র কটাক্ষ!
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে কটাক্ষ করল বিজেপি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বললেন,'অভিষেক বন্দ্যোপাধ্যায় সফরে বেরিয়েছেন। আমরা দেখছি খুব সুন্দর সুন্দর বিরাট তাবু ব্যবহার করা হচ্ছে। সম্রাট অন্য রাজ্য আক্রমণ করলে এই ধরনের তাবু ব্যবহার করা হত। সৌখিন রাজপুত্ররা মৃগয়া করতে গেলে এই ধরনের তাবু ব্যবহার করত। উনি কেন বেরিয়েছেন তা উনিই জানেন। তবে ওই তাবু থেকে মানুষের চোখের জল জানা যায় না।
মানুষ তৃণমূলের কাছে আর কোন রাজনীতি প্রত্যাশা করে না'। শমীক ভট্টাচার্য এও বলেন, 'তৃণমূলের কর্মসূচি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কিনা তা নিয়ে কোনও আলোচনার আর প্রয়োজন নেই। তৃণমূল পাহাড় থেকে সাগর চলো অভিযান করতে পারে কিন্তু সবই ব্যর্থ হবে'।
advertisement
advertisement
পাখির চোখ পঞ্চায়েত ভোট। লক্ষ্য মানুষের পঞ্চায়েত গড়া৷ স্লোগান তৈরি করা হয়েছে, তৃণমূলে নবজোয়ার৷ যা জনসংযোগ যাত্রা ও গ্রাম বাংলার মতামত সংগ্রহের মধ্যে  দিয়ে চলবে৷ আর বাংলার শাসক দলের এই কর্মসূচিতে ৬০ হাজার বুথ, ৩৩৪৩ পঞ্চায়েত পরিক্রমা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
এই গোটা পরিক্রমায় ৩৫০০ কিলোমিটার চলবে বিশেষ এক প্রচার বাস৷ যা খানিকটা দিদির দূতের গাড়ির মতোই৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ যাত্রায় একাধিক জায়গা রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। ২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভায় খারাপ ফল যে সব জায়গায় হয়েছিল, সেখানে সভা করার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাগরদিঘি যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
সম্প্রতি সেখানে উপনির্বাচনে হেরেছে তৃণমূল৷ জন সংযোগ যাত্রায় যাবেন নানুরেও৷ বীরভূমের তিনটি কেন্দ্রে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের রামনগর, পটাশপুর, নন্দকুমার, পাঁশকুড়াতেও যাবেন৷  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগণা ও বাঁকুড়ায় এই টানা দুমাসের কর্মসূচিতে বেশি সময় দেবেন অভিষেক বলে তৃণমূল সূত্রের খবর।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee || BJP: 'সবই ব্যর্থ হবে'! অভিষেকের জনসংযোগ যাত্রাকে 'তাবু' কটাক্ষ বিজেপির!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement