Asutosh College Student Missing: ওড়িশার কেওনঝড়ে ঝরনায় তলিয়ে গেলেন আশুতোষ কলেজের মেধাবী ছাত্র, ৪ দিন হল নিখোঁজ

Last Updated:

Asutosh College Student Missing: ঝরনার ছবি তুলতে গিয়ে নিখোঁজ হয়ে যান এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম তারাশঙ্কর সরকার, হুগলির আরামবাগের বাসিন্দা তিনি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: ওড়িশার কেওনঝড়ে ঝরনায় তলিয়ে গেলেন কলকাতার আশুতোষ কলেজের মেধাবী ছাত্র। ২১ নভেম্বর পাঁচ জন শিক্ষক-শিক্ষিকা সহ ৩৮ জন আশুতোষ কলেজের এনভায়রনমেন্ট সায়েন্সের তৃতীয়বর্ষের ছাত্রছাত্রীকে নিয়ে ওড়িশার কেওনঝড়ে শিক্ষামূলক ভ্রমণে যান।
ঝরনার ছবি তুলতে গিয়ে নিখোঁজ হয়ে যান এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম তারাশঙ্কর সরকার, হুগলির আরামবাগের বাসিন্দা তিনি। আশুতোষ কলেজের অধ্যক্ষ ডাক্তার মানস কবি জানান, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এনভায়রনমেন্টাল সায়েন্সের স্নাতকোত্তরের পড়ুয়াদের পাঠ্যক্রম অনুযায়ী শিল্প-কারখানা পরিদর্শন করতে হয়। তাই গত ২১ নভেম্বর ৩৮ জনের একটি ছাত্রছাত্রীদের দল পাঁচ জন অধ্যাপক-সহ ওড়িশার কেওনঝরে ইন্ডাস্ট্রি ভিজিট করতে গিয়েছিল।
advertisement
আরও পড়ুন: বড়ি দিয়ে ঝোল-তরকারি বড্ড প্রিয়, জানেন ডালের বড়ি খেলে কী হয় শরীরে?
বৃহস্পতিবার দুপুর দেড়টায় তাঁদের ওড়িশা থেকে ট্রেন ছিল কলকাতায় ফেরার। তার আগে গাড়িতে স্টেশনে আসার সময় একটি ঝরনা দেখতে পেয়ে সেখানে তারাশঙ্কর-সহ অন্যান্য পড়ুয়ারা দাঁড়ান। অধ্যক্ষ জানান, তারাশঙ্করের ইউটিউব ভিডিও বানানোর নেশা ছিল। সে তার অপর এক বন্ধুকে নিয়ে ঝরনার পাথরের উপর ছবি তোলার সময় হঠাৎ করে দুজনেই পা পিছলে পড়ে যায়। এরপর তৎক্ষণাৎ গাড়ির ড্রাইভার-সহ অন্যরা জলে ঝাঁপানোর জন্য ছুটে আসে। সেই সময় অরিজিৎ চট্টোপাধ্যায় নামে একজন অধ্যাপকের পা ভেঙেছে বলে জানান অধ্যক্ষ।
advertisement
advertisement
অপর ছাত্রকে তৎক্ষণাৎ উদ্ধার করা গেলেও তারাশঙ্কর সরকারকে উদ্ধার করতে পারেননি তাঁরা। তারপর পুলিশ ও তারাশঙ্করের বাড়িতে খবর দেওয়া হয়। কলকাতা থেকে আরও ৩ জন অধ্যাপক কেওনঝরে ঘটনাস্থলে গিয়েছেন। এখনও তাঁর খোঁজে উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন অধ্যক্ষ মানস কবি। ছাত্রের এই দুর্ঘটনার ঘটনায় শোকাহত পড়ুয়া থেকে কলেজ কর্তৃপক্ষ।
advertisement
দেবাশিস চক্রবর্তী
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Asutosh College Student Missing: ওড়িশার কেওনঝড়ে ঝরনায় তলিয়ে গেলেন আশুতোষ কলেজের মেধাবী ছাত্র, ৪ দিন হল নিখোঁজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement