Health Benefits of Vasaka Leaves: এটা কোন পাতা বলুন তো? ঠান্ডায় বাতের ব্যথা থেকে জেদি কফ তোলার মহৌষধ এটি, জানুন

Last Updated:
Health Benefits of Vasaka Leaves: ছোটবেলায় সর্দি-কাশি হলেই বাড়ির মা-ঠাকুমাদের দেখা যেত এই পাতা বেটে বা থেঁতো করে রস নিংড়ে খাওয়াচ্ছেন।
1/7
মরশুম বদলের সময় অনেকেরই ঠান্ডা-গরমে সর্দি-কাশির সমস্যা দেখা যায়। তাই শীতের শুরুর দিকে এই সর্দি কাশি সারাতে বাড়ি বাড়ি পাঁচন খাওয়ার রীতি প্রচলিত। এই পাঁচনে থাকা বাসক পাতা সর্দি কাশির যম বলে মনে করা হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
মরশুম বদলের সময় অনেকেরই ঠান্ডা-গরমে সর্দি-কাশির সমস্যা দেখা যায়। তাই শীতের শুরুর দিকে এই সর্দি কাশি সারাতে বাড়ি বাড়ি পাঁচন খাওয়ার রীতি প্রচলিত। এই পাঁচনে থাকা বাসক পাতা সর্দি কাশির যম বলে মনে করা হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/7
বাতের ব্যথা উপশম করতে এই বাসক পাতার ঔষধি গুণ ব্যাপক। আয়ুর্বেদিক শাস্ত্রে বলা আছে যেখানে ব্যথা রয়েছে, সেখানে বাসক পাতা বেঁটে হলুদ চুন মিশিয়ে লাগালে ব্যথা কমে যায়।
বাতের ব্যথা উপশম করতে এই বাসক পাতার ঔষধি গুণ ব্যাপক। আয়ুর্বেদিক শাস্ত্রে বলা আছে যেখানে ব্যথা রয়েছে, সেখানে বাসক পাতা বেঁটে হলুদ চুন মিশিয়ে লাগালে ব্যথা কমে যায়।
advertisement
3/7
ঠান্ডা লেগে বুকে কফ জমে থাকলে তার জন্য শ্বাসকষ্ট হয় বা কাশি হয় অনেকেরই। এক্ষেত্রে বাসক পাতার ১ থেকে ২ চামচ রস এক চামচ মধু সহ সেবন করলে কফ সহজে বেরিয়ে আসে।
ঠান্ডা লেগে বুকে কফ জমে থাকলে তার জন্য শ্বাসকষ্ট হয় বা কাশি হয় অনেকেরই। এক্ষেত্রে বাসক পাতার ১ থেকে ২ চামচ রস এক চামচ মধু সহ সেবন করলে কফ সহজে বেরিয়ে আসে।
advertisement
4/7
চর্মরোগ ভাল করতে অনেকেই অ্যান্টি-বায়োটিক ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কি, বাসক পাতায় থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল চর্মরোগ প্রতিরোধ করে।
চর্মরোগ ভাল করতে অনেকেই অ্যান্টি-বায়োটিক ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কি, বাসক পাতায় থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল চর্মরোগ প্রতিরোধ করে।
advertisement
5/7
অনেকের মাথায় উকুনের সমস্যা দেখা দিলে কোনও রূপ উপায়ে তা দূর করতে না পারলে, বাসক পাতার রস স্নানের ৩০ মিনিট আগে মাথায় কয়েকদিন মাখলে উকুন মরে যায়।
অনেকের মাথায় উকুনের সমস্যা দেখা দিলে কোনও রূপ উপায়ে তা দূর করতে না পারলে, বাসক পাতার রস স্নানের ৩০ মিনিট আগে মাথায় কয়েকদিন মাখলে উকুন মরে যায়।
advertisement
6/7
বাসক পাতা জন্ডিস প্রতিরোধে সাহায্য করে। হাফ চামচ বাসক ফুলের রস ও এক চামচ মধু মিশিয়ে রোজ খেলে এতে জন্ডিসের মতো রোগকে প্রতিরোধ করা যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
বাসক পাতা জন্ডিস প্রতিরোধে সাহায্য করে। হাফ চামচ বাসক ফুলের রস ও এক চামচ মধু মিশিয়ে রোজ খেলে এতে জন্ডিসের মতো রোগকে প্রতিরোধ করা যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
advertisement
7/7
বাসক পাতার উপকারিতা প্রচুর। রোজ চায়ের মতো খেলেও শরীরে ঠান্ডা লাগার ধাত কমবে।
বাসক পাতার উপকারিতা প্রচুর। রোজ চায়ের মতো খেলেও শরীরে ঠান্ডা লাগার ধাত কমবে।
advertisement
advertisement
advertisement